• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কিছুতেই কস্তার বন্ধু হতেন না ক্লপ

    কিছুতেই কস্তার বন্ধু হতেন না ক্লপ    

    প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বেশ অনেকবারই ঠোকাঠুকি হয়ে গেছে। মাঠের ভেতরে বাইরে নানা কাণ্ডের জন্য বহুবারই সমালোচিত হয়েছেন চেলসি ফরওয়ার্ড ডিয়েগো কস্তা। এবার লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, কস্তাকে কখনোই নিজের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারতেন না!

     

    লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে ক্লপের দল। ম্যাচের এক পর্যায়ে ডি-বক্সের ভেতরে জোয়েল মাতিপের সাথে ধাক্কা লেগে অল্পতেই পড়ে যান কস্তা, রেফারিও পেনাল্টির বাঁশি বাজান। এই সিদ্ধান্ত দেওয়ার পর ডাগআউটে থাকা ক্লপ ভীষণ চটেছিলেন, চতুর্থ রেফারির সাথে তর্কও শুরু করেন। শেষ পর্যন্ত ওই পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন লিভারপুল গোলকিপার। কস্তার এই ডাইভে মোটেও খুশি নন ক্লপ, “যদি আমি কস্তার সাথে খেলতাম, তবুও আমরা কখনোই বন্ধু হতাম না। এটা কোনো রাখঢাক ছাড়াই বলছি আমি।”

     

     

    তবে একইসাথে কস্তার প্রশংসাও করেন ক্লপ, “কস্তা খুব লড়াকু মনোভাবের ফুটবলার। কোচ হিসেবে কন্তে ভালো করছে ঠিকই, কিন্তু এই মৌসুমে কস্তাকে ছাড়া চেলসি কিছুই না।” এছাড়া চতুর্থ রেফারির সাথে নিজের খারাপ আচরণের জন্যও দুঃখ প্রকাশ করেছেন, “ওই মুহূর্তে আমি রেগে গিয়েছিলাম। তাঁর কাছে ক্ষমাও চেয়েছি কিছুক্ষণ পরেই। পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি ছিল।”