সুযোগ কাজে লাগাতে পারল না ম্যান ইউনাইটেড
এই মৌসুমে হাল সিটির বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে অন্য দলগুলো। ৪৭ গোল হজম করা সেই হাল সিটির বিপক্ষেই গোল না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। আগের দিন লিভারপুল, আর্সেনাল, টটেনহাম পয়েন্ট হারানোয় শীর্ষ চারের সঙ্গে ব্যবধান কমানোর একটা সুযোগ ছিল, কিন্তু পগবারা সেটা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে ওয়েস্ট হামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
অথচ হালের বিপক্ষে ম্যাচে কম সুযোগ পায়নি মরিনহোর দল। তবে ইউনাইটেডের সব আক্রমণ ভণ্ডুল করে দিয়েছেন প্রতিপক্ষ গোলকিপার জাকুপোভিচ। ইব্রাহিমভিচ, পগবা, মাতা; গোলের সুযোগ নষ্ট করেছেন সবাই। এদিন যেন গোলপোস্টের সামনে 'দুর্ভেদ্য' ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন জাকুপোভিচ, অসাধারণ সব সেভ করে হতাশায় ডুবিয়েছেন ইউনাইটেড ফরোয়ার্ডদের।
ফলাফলটা ইউনাইটেডের জন্য আরও খারাপ হতে পারতো। শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে দারুণ এক সুযোগ পেয়েছিলেন হালের অ্যাবেল হার্নানদেজ। মার্কোভিচের শট পোস্টে লেগে তাঁর পায়ে আসলে সরাসরি ইউনাইটেড কিপার ডি গেয়ার হাতে তুলে দেন। এই ড্রয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানেই থাকতে হচ্ছে ইউনাইটেডকে।
এদিকে ইউনাইটেডের হতাশার রাতে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে নগর প্রতিদ্বন্দ্বীরা। সার্জিও আগুয়েরো ও ক্লদিও ব্রাভোকে ছাড়াই খেলতে নামা সিটি ১৭ মিনিটেই কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায়। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা। ৩৯ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস গোল করলে প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে সিটিজেনরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে গার্দিওলার দল। ৬৭ মিনিটে ইয়াইয়া তোরের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় দল। ওয়েস্ট হাম পুরো ম্যাচে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। গত দুই ম্যাচের হতাশা ভুলে আবারো জয়ের ধারায় ফিরলো সিটি, ৪৬ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে অবস্থান করছে তাঁরা।