আড়াই বছরে ইংল্যান্ডের সবচেয়ে বাজে ব্যাটিং!
সফরের শেষটা এরকম হবে, দলের কেউই বোধহয় কল্পনাতেও ভাবেননি! অবিশ্বাস্যভাবে ৮ রানেই শেষ ৮ উইকেট হারিয়ে সিরিজের তৃতীয় ম্যাচে হেরে গিয়েছে মরগানের দল। ম্যাচশেষে ইংলিশ অধিনায়ক বলেছেন, গত আড়াই বছরে এটা তাঁদের সবচেয়ে বাজে ব্যাটিং পারফরম্যান্স।
সেই দ্বিতীয় টেস্ট থেকেই ব্যাটিং বিপর্যয় দেখেছে স্টোকসরা। বিশাখাপত্তনমে ৮৩ রানেই হারিয়েছিল ১০ উইকেট। মোহালিতে প্রথম ইনিংসে ৭০ রানে ৫, দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে ৭ উইকেট। এরপর চেন্নাইতে দ্বিতীয় ইনিংসে ১০৪ রানেই ১০ উইকেট হারায় ইংলিশরা। তবে আগের সব বিপর্যয়কে ছাড়িয়ে গিয়েছে কালকের ম্যাচটি। ২ উইকেটে ১১৯ রান থেকে ১২৭ রানেই অলআউট! মরগানের কাছে এই বিপর্যয়ের কোনো ব্যাখ্যা নেই, “ কীভাবে কী হয়ে গেল এটা বুঝে উঠতে পারিনি। ভালোই যাচ্ছিল আমাদের ইনিংস, হুট করেই সব এলোমেলো হয়ে গেলো! এত বাজে পারফরম্যান্স গত দুই -আড়াই বছরে আমরা করিনি।”
দলের এই বিপর্যয়ে ভীষণ হতাশ মরগান, “এরকম পরাজয়ে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। ম্যাচের শেষটা এরকম হবে এটা ভাবতেও পারিনি। যেভাবে সব আগাচ্ছিল, জয় পাওয়াটা কঠিন ছিল না। কিন্তু শেষের উইকেটগুলো দ্রুত পড়ে যাওয়ায় সবকিছুই এলোমেলো হয়ে গিয়েছে দলের।”