• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অবসর নিলেন ল্যাম্পার্ড

    অবসর নিলেন ল্যাম্পার্ড    

    কম তো নয়, মেঘে মেঘে পেরিয়ে গেছে ৩৮ বছর। পেশাদার ফুটবলেরও ২১ বছর পার হয়ে গেছে। এর মধ্যে চেলসির জীবন্ত কিংবদন্তি হয়ে গেছেন, তার পর আবার পাড়ি জমিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে। অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, ফেসবুকে এক বার্তায় জানিয়ে দিয়েছেন, পেশাদার ফুটবলে আর দেখা যাবে না তাঁকে।

    এক বিবৃতিতে ল্যাম্পার্ড জানিয়েছেন, অবসর নেওয়ার জন্য এটাকেই সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করছেন, “খেলা চালিয়ে যাওয়ার জন্য বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাব আমি পেয়েছি, তবে আমার কাছে মনে হয়েছে জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়।” সেই অধ্যায়টা যে কোচিং, সেই আভাসও দিয়েছেন, “আমি এফএর (ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন) কাছে কৃতজ্ঞ আমাকে কোচিং পরীক্ষায় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি সামনে এখানে নতুন কিছু করতে পারব।”

    ২০০১ সালে ওয়েস্ট হাম থেকে চেলসিতে যোগ দেওয়ার পর স্টামফোর্ড ব্রিজ হয়ে গেছে তাঁর ঘরের মাঠ। এর মধ্যে চেলসির হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন, চ্যাম্পিয়নস লিগও ধরা দিয়েছে হাতে। ক্লাবের হয়ে রেকর্ড ২১১ গোলের কীর্তি নিয়েই বিদায় নিয়েছেন। ব্যালন ডি অর ও ফিফা বর্ষসেরা পুরস্কারেও একবার রোনালদিনহোর পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন। ইংল্যান্ডের হয়েও ১০৬টি ম্যাচ খেলেছেন, তাঁর চেয়ে দেশের হয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি আছে শুধু সাতজনের।