• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সেই পরাজয়টাই আর্সেনালকে ফিরিয়ে দিল চেলসি

    সেই পরাজয়টাই আর্সেনালকে ফিরিয়ে দিল চেলসি    

    এই আর্সেনালের কাছে ৩-০ গোলে হেরেই শুরু হয়েছিল চেলসির জয়রথ। অবশেষে সেই আর্সেনালকেই ৩-১ গোলে পরাজয় ফিরিয়ে দিল চেলসি। প্রিমিয়ার লিগের শিরোপাটা এখন আন্তোনিও কন্তের আরও কাছে, আর আর্সেন ওয়েঙ্গারের কাছ থেকে সেটি আরও একটু দূরেই যেন মিলিয়ে গেল।

    চেলসির কাছে হার অবশ্য ওয়েঙ্গারের জন্য পরিচিত অভিজ্ঞতাই, এর আগে দুই দলের সর্বশেষ ১০ দেখায় মাত্র একটি ম্যাচ জিতেছিল আর্সেনাল। তবে এবারের ফলটা দুজনের কাছে একটু অন্যরকমই। একটা সময় আর্সেনালের সমর্থক হয়ে যাওয়া সেস ফ্যাব্রিগাসের গোলেই নিশ্চিত হয়ে গেছে চেলসির জয়। আর সেই গোলটি যার ভুলে পাওয়া, সেই পিওতর চেক তো একসময় চেলসির সমার্থকই ছিলেন। প্রিমিয়ার লিগে এই প্রথম পুরনো ক্লাবের বিপক্ষে গোল করলেন ফ্যাব্রিগাস, দুই হাত তুলে বুঝিয়ে দিয়েছেন উদযাপনও করতে চান না।

     

    তবে ফ্যাব্রিগাসের গোলের আগেই ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত হয়ে গেছে। এডেন হ্যাজার্ড সেটি এমনভাবেই করেছেন, দর্শকদের বহুদিন সেটি মনে রাখার কথা। নিজেদের অর্ধ থেকে শুরু করেছিলেন দৌড়। এর পর একে একে আর্সেনালের চারজনকে ছিটকে ফেলে দিয়ে ঢুকে গেলেন বক্সে। আর্সেনালের কোকেলিন জাপটে ধরে বাধা দিতে চেয়েছিলেন, কিন্তু হ্যাজার্ড ছিলেন অপ্রতিরোধ্য। শেষ পর্যন্ত ৫০ মিটার দৌড়ে বক্সে ঢুকে বলটা জালে জড়িয়ে দিলেন। খুব সম্ভবত ক্যারিয়ারের সেরা গোলটাও করে ফেললেন সেই সঙ্গে।

    ম্যাচের অবশ্য তখন ৫৩ মিনিট। তবে তার আগে পরে গোলের সুযোগ আর্সেনালও পেয়েছিল। ফর্মে থাকা থিবো কোর্তোয়ার দারুণ দুই সেভে বঞ্চিত হয়েছেন গ্যাব্রিয়েল ও ওয়েলবেক। ফাঁকায় হেড করতে পেরেও বল পোস্টে রাখতে পারেননি মুস্তাফি। শেষ পর্যন্ত কোর্তোয়ার প্রতিরোধ জিরু ভেঙেছেন, তবে শেষ মুহূর্তের গোলটা আর্সেনালকে শুধু সান্ত্বনাই দিতে পেরেছে।

    চেলসিকে প্রথম উদযাপনের সুযোগ অবশ্য এনে দিয়েছিলেন মিকায়েল আলোনসো। ১৩ মিনিটে ডিয়েগো কস্তার হেডটা দারুণভাবে ফিরিয়ে দিয়েছিলেন চেক। কিন্তু ফিরতি বলটা আবার হেড করে জালে জড়িয়ে দিয়েছেন আলোনসো। এরপর প্রথমার্ধে আর্সেনাল খেলায় ভালোভাবেই ফিরিয়ে এসেছিল, কিন্তু গোল পায়নি। বেলেরিনের মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়া হয়েছে কাঁটা ঘায়ে নুনের ছিটা।

    তবে সবচেয়ে বড় কথা, এই জয়ে চেলসির চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ল আর্সেনাল। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চেলসি এগিয়ে গেল অনেকটা।