ওয়েঙ্গারের বিদায় চেয়ে ফেলেছিলেন চেম্বারলেইন!
সময়টা একদমই ভালো যাচ্ছে না আর্সেন ওয়েঙ্গারের। চতুর্থ রেফারিকে ধাক্কা মেরে নিজে চার ম্যাচের জন্য ডাগআউটের বাইরে। কাল চেলসির কাছে হেরে বড় একটা ধাক্কা খেয়েছে প্রিমিয়ার লিগের আশাও। ওয়েঙ্গারের চলে যাওয়া উচিত- গুঞ্জনটাও জোরালো হয়েছে আরেকটু। এবার তাতে সমর্থন দিয়ে ফেলেছেন আর্সেনাল মিডফিল্ডার অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনও!
একটু বিস্মিতই হতে পারেন। আর্সেনালের কোনো খেলোয়াড় সজ্ঞানে ওয়েঙ্গারের বিদায়ে সমর্থন দেবেন? কাহিনিটা একটু খোলাসা করা যাক। চেলসির কাছে হারের পর টুইটারে আর্সেনাল ভক্তদের একটা অ্যাকাউন্ট থেকে “ওয়েঙ্গারকে চলে যেতে হবে” লিখে একটা টুইট করা হয়েছিল। সেই অ্যাকাউন্টে আবার লাখের ওপর অনুসারী, তাদের ইউটিউব চ্যানেলও দারুণ জনপ্রিয়। সেই টুইটেই লাইক দিয়ে বসেছেন চেম্বারলেইন।
অবশ্য একটু পরেই আবার আনলাইক করে দিয়েছেন চেম্বারলেইন। ভুলটাও বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে। পরে আবার নিজে একটা টুইট করেছেন, “আগের পোস্টে আমি ভুল করে লাইক দিয়ে ফেলেছিলাম। আশা করি, সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।”
কিন্তু ততক্ষণে তো স্ক্রিনশট নেওয়া হয়েই গেছে। যা ভুল করার, চেম্বারলেন ততক্ষণে করেই ফেলেছেন। এখন ওয়েঙ্গার তাঁর ওপর না চটলেই হলো!