• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    পূর্ণ পেশাদারিত্বের পরিচয়, বিশাল জয় ধোনিদের

    পূর্ণ পেশাদারিত্বের পরিচয়, বিশাল জয় ধোনিদের    

    ম্যাচটা ভারতের জন্য সহজ হবে, এ সম্ভাবনা খেলে গেছে অনেকের মাথায়ই। তবে জয়টা যে এত বিপুল বিক্রমের সঙ্গে আসবে, অতটা বোধ হয় ভাবা হয়নি। আগের ম্যাচ দুটোতে যথেষ্ট লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া সংযুক্ত আরব আমিরাত আজ গড়তে পারেনি সামান্যতম প্রতিরোধও। তাদের করা ১০২ রানকে ৩০টিরও বেশি ওভার হাতে রেখে টপকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল, আর উইকেট পড়েছে মাত্র একটি।

     

     

    আমিরাতকে যে একদমই হালকাভাবে নেয়নি ভারত, দল নির্বাচন দেখেই বোঝা গেছে সেটা। তারপর রান তাড়ার সময়টায়ও তাদের বাড়তি সতর্কতা প্রমাণ করে দল হিসেবে তাদের পেশাদারিত্ব কতটুকু। আজকের প্রথম ম্যাচটা অনেকের মতেই এখন পর্যন্ত এ আসরের শ্রেষ্ঠ ম্যাচ। অস্ট্রেলিয়ার দেয়া মামুলি সংগ্রহ তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের অবস্থা নিশ্চয়ই দেখেছেন, ভারতের মধ্যে তাই গা-ছাড়া ভাব লক্ষ্য করা যায়নি গোটা ম্যাচে একবারের জন্যেও। ইতিবাচক অথচ সতর্ক ক্রিকেট খেলে দলকে ১০৩ রানের লক্ষ্যে পৌঁছে দেন রোহিত শর্মা(৫৫ বলে ৫৭) ও বিরাট কোহলি(৪১ বলে ৩৩)।

     

    গত দুই ম্যাচের মত এ ম্যাচেও আমিরাতের ইনিংসের সর্বোচ্চ স্কোরার ছিলেন শাইমান আনোয়ার। তবে গত ম্যাচ ও এ ম্যাচকে হিসেবে নিলে তাঁর রানের সাথে প্রায় সমানুপাতিক হারেই কমেছে তাঁর দলের রান। গত ম্যাচে তিনি করেছিলেন ১০৬, দল করেছিল ২৭৮। আজকের ম্যাচে তিনি করলেন ৩৫, ১০২ করল তাঁর দল। এত অল্প রানে মধ্যপ্রাচ্যের দেশটিকে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন রবিচন্দ্রন অশ্বিন, ১০ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে চার উইকেট তুলে নেওয়ার পুরষ্কার হিসেবে ম্যাচসেরার পুরষ্কারটাও ওঠে তাঁর হাতেই। ছবি-সৌজন্যঃএএফপি