৩৩ বছর বয়সেই লামের অবসর
২০১৪ বিশ্বকাপ শেষের পরেই জাতীয় দলকে বিদায় বলে দিয়েছিলেন, তবে বায়ার্ন মিউনিখ আর ফিলিপ সমার্থক হয়ে ছিল আরও তিনটি বছর। এবার সেটিও আর থাকছে না, লাম জানিয়ে দিয়েছেন এই মৌসুমের পরেই তুলে রাখবেন বুটজোড়া।
বয়স খুব বেশি হয়নি, ৩৩ বছর বয়সে তো তো অনেকেই খেলে যাচ্ছেন এখনো। লামও চাইলে অন্তত আরও বছর কয়েক শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতেই পারতেন। কিন্তু লাম নিজেই জানাচ্ছেন,"গত এক বছর ধরে আমি নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করে গেছি, "আমি কী পারব?", নিজেকে ক্রমাগত পরখ করে গেছি। এখন আমার মনে হচ্ছে এই মৌসুম শেষেই আমার অবসর নেওয়া উচিত। অনুশীলনে নেতৃত্ব দিয়ে হোক বা খেলোয়াড় হিসেবে হোক, আমার মনে হয়েছে এই মৌসুম পর্যন্তই আমি নিজের সেরাটা দিতে পারব।"
অথচ বায়ার্নের সঙ্গে চুক্তিটা ছিল সামনের বছর পর্যন্ত। চাইলে ততদিন অনায়াসেই খেলে যেতে পারতেন। এই মৌসুমেও বায়ার্নের হয়ে নিয়মিত ছিলেন, লিগে ১৪টি ম্যাচও খেলে ফেলেছিলেন। ক্লাবের হয়ে সাতটি বুন্দেসলিগা, ছয়টি জার্মান কাপ, একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আর দেশের হয়ে বিশ্বকাপ জেতার কীর্তি তো আছেই। এই মৌসুমেই হয়তো আরও কয়েকটি ট্রফি যোগ হবে শোকেসে। ফুটবলে লাম অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এর পরেই।