• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    চাপ ঝেড়ে ফেলতে চায় দুই দল

    চাপ ঝেড়ে ফেলতে চায় দুই দল    

     

    ঠিক আট দিন আগের কথা। এই ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের লজ্জাকর হার। টিম সাউদির বিধ্বংসী বোলিং ও ম্যাককালামের ঝড়ো ব্যাটিংয়ে এক কথায় পাত্তাই পায়নি ইংরেজরা। আবার সেই ওয়েলিংটনে ফিরে আসা। এবার প্রতিপক্ষ এশিয়ান শক্তি শ্রীলঙ্কা। খেলার পূর্বে অ্যান্ডারসন- মরগ্যানরা যতই চিন্তা মুক্ত থাকুক না কেন, কালকের খেলায় যে তারাই সব থেকে বেশী চাপে থাকবে সেটা এক প্রকার নিশ্চিত।

     

     

    বিশ্বকাপে প্রত্যাশিত শুরুটা করতে পারেনি মরগ্যান বাহিনী। প্রথম দুই ম্যাচেই হেরে বসে। পরবর্তীতে যদিয়ও স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে, তারপরেও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে এখনো আশা জাগানিয়া পারফর্ম করতে ব্যর্থ ইংল্যান্ড। জয় না পেলে পরের দুই ম্যাচে ভুল করার কোনো সুযোগ থাকবে না আর । তাই আগামীকাল শ্রীলংকার বিপক্ষে বেশ কোনঠাসা অবস্থায়ই মাঠে নামতে হবে ইংরেজদের।

     

     

     

     

     

    অভিষেক ম্যাচে হার দিয়ে আরম্ভ হলেও নিজেরদের খুজে পেতে খুব একটা সময় ক্ষেপণ করেনি শ্রীলঙ্কা। পর পর দুই ম্যাচে জয় তুলে নিয়ে শুরুর ধাক্কা সামাল দিতে পেরেছে ম্যাথিউসের দল। সব থেকে বড় কথা একাদশের তিন অভিজ্ঞ কাণ্ডারি জয়ার্বধনে, দিলশান ও সাঙ্গারকারার রানে ফেরা। আর ইনজুরি থেকে ফিরে এসে মালিঙ্গার পূর্ব রুপ ধারণ, লঙ্কান শিবিরে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। কালকের ম্যাচে জয় নিয়ে পরবর্তী রাউন্ডে এক পা দিয়েও রাখতে চাইবে শ্রীলঙ্কা। এছাড়া প্রতিপক্ষের বিপক্ষে লঙ্কানদের সাম্প্রতিক পারফর্মেন্সেও তাদের পক্ষে। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।

     

     

    সম্ভাব্য একাদশ......

    ইংল্যান্ড- ইয়ান বেল, মইন আলী, জেমস টেইলর, জো রুট, ইয়ুইন মরগ্যান(অধিনায়ক), রাভি বোপারা, জস বাটলার(উইকেট রক্ষক), স্টুয়ার্ড ব্রড, ক্রিস ওকস, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন।

    শ্রীলঙ্কা- লাহিরু থিরিমান্নে, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা(উইকেটরক্ষক), মাহেলা জয়ার্বধনে, দিমুথ কারুনারাত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, রঙ্গানা হেরাথ, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল।