• ভারত-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    অনেক প্রতীক্ষার টেস্ট

    অনেক প্রতীক্ষার টেস্ট    

    কবে, কখন

    হায়দরাবাদ, ৯-১৩ ফেব্রুয়ারি, ২০১৭

    ম্যাচ শুরু- বাংলাদেশ সময় সকাল ১০টা

     

    শুধু একটি টেস্ট

    একটিই টেস্ট, আগে-পরে নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবে এই টেস্ট নিয়ে আলোচনার যেন শেষ নেই। ভারতের মাটির ক্রিকেটটাই এমন। টেস্ট মর্যাদা পাওয়ার পর সব দেশে গিয়েই পূর্ণাংগ টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের, শুধু ভারত ছাড়া। কিন্তু এফটিপিকে বুড়ো আঙ্গুল দেখানো বিসিসিআইয়ের সেই ‘আমন্ত্রণ’টাই যেন মিলছিল না। শুধু সীমিত ওভার নয়, দীর্ঘ পরিসরের ক্রিকেটেও বাংলাদেশের গ্রাফটা এখন উর্ধ্বমুখীই। সেই সময়ে ভারতের মাটির একটি টেস্টের সাফল্য তাই তাৎপর্যে আরও বড় হয়ে দেখা দিতে পারে।

     

    রঙ্গমঞ্চ

    হায়দরাবাদের আগের টেস্ট ভেন্যু লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম আয়োজন করেছিল তিনটি টেস্ট, তিনটিই নিউজিল্যান্ডের সঙ্গে। অন্ধ্র প্রদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশনের ‘বনিবনা’ না হওয়াতেই মূলত রাজীব গান্ধী স্টেডিয়ামের আবির্ভাব। এখানে টেস্ট এখন পর্যন্ত হয়েছে তিনটি। তিনটিতেই টসে জেতা দল প্রথমে ব্যাটিং করেছে। এক দল হেরেছে, এক দল জিতেছে, এক দল করেছে ড্র। জয়ী দলের নাম অবশ্যই ভারত। চিরায়ত ভারতীয় কন্ডিশনের ব্যত্যয় নেই এখানেও, তিন টেস্টে মোট ৮৪ উইকেটের ৫৮টিই নিয়েছেন স্পিনাররা। সেরা বোলিং রবিচন্দ্রন অশ্বিনের।

     

    যাঁদের ওপর চোখ

     

    সৌম্য সরকার

    ইমরুল কায়েস নাকি সৌম্য সরকার, প্রশ্নটা এখন আর নেই। সৌম্য সুযোগ পাচ্ছেন, ক্রাইস্টচার্চ টেস্টের ফর্মটা (৮৬ ও ৩৬) নিশ্চয়ই বয়ে আনতে চাইবেন হায়দরাবাদেও। অনেকদিন ধরেই ফর্ম খুঁজে ফেরা সৌম্য একটু হাসার সুযোগ পেয়েছেন শেষ ওই টেস্টেই।

     

    আজিঙ্কা রাহানে

    তাঁর বদলে খেলতে নেমে ইতিহাস করেছিলেন করুণ নায়ার। সেই নায়ারকেই বাদ পড়তে হতে পারে, যদি ভারত জয়ন্ত যাদবকে পঞ্চম বোলার হিসেবে খেলায়। চোট কাটিয়ে ফিরছেন আজিঙ্কা রাহানে। ভারতের সব কন্ডিশন মিলিয়ে অন্যতম সেরা এই ব্যাটসম্যানও নিশ্চয়ই তাঁর প্রতি আস্থার প্রতিদানটা দিতে চাইবেন।

     

    সম্ভাব্য একাদশ

     

    বাংলাদেশ
    তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান, তাইজুল ইসলাম(শুভাশীষ রায়), তাসকিন আহমেদ, কামরুল ইসলাম।

     

    ভারত
    মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, করুণ নাইর(জয়ন্ত যাদব), ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।

     

    মাইলফলকের সামনে

    • আর ৭৮ রান হলে চতুর্থ বাংলাদেশী হিসেবে ৩০০০ রান পূর্ণ হবে মুশফিকুর রহিমের। এর আগে এ মাইলফলক আছে হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের।

    • আর দুই উইকেট নিলেই টেস্টে দ্রুততম ২৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন রবি অশ্বিন। ৪৫তম টেস্ট খেলতে নামা আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার পেছনে ফেলবেন ডেনিস লিলির ৪৮ টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তি।