• ভারত-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    টসে হারলেন মুশফিক, খেলছেন তাসকিন-রাব্বি

    টসে হারলেন মুশফিক, খেলছেন তাসকিন-রাব্বি    

    ভারতে প্রথম হাসিটা হাসতে পারলেন না মুশফিকুর রহিম। মহাগুরুত্বপূর্ণ টসটা জিতেছেন বিরাট কোহলি, ব্যাটিং নেওয়ার জন্য খুব একটা ভাবতে হয়নি ভারত অধিনায়ককে। পরে মুশফিকও স্বীকার করেছেন, টসে জিতলে তিনি ব্যাটিংই নিতেন। চতুর্থ ইনিংসে অশ্বিনদের সামলানোর দুরুহ কাজটাই এখন করতে হবে বাংলাদেশকে। 


    বাংলাদেশ দলে সেই অর্থে কোনো চমক নেই। দুজন পেসার কারা খেলবেন সেটাই ছিল অপেক্ষার। প্রস্তুতি ম্যাচে ভালো করেও সুযোগ পাননি শুভাশীষ রায়, সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। নিউজিল্যান্ড সিরিজে ভালো করার পর জায়গা ধরে রেখেছেন কামরুল ইসলাম রাব্বি। ভারতের দলে চমক বলতে একটিই, ইশান্ত-ভুবনেশ্বর, উমেশ- তিন পেসারকে নিয়ে নামছে তারা। আর ইংল্যান্ডের সঙ্গে ট্রিপল সেঞ্চুরির পরও বাদ পড়েছেন করুন নাইর, দলে ফিরেছেন অজিঙ্কা রাহানে।


    বাংলাদেশ দল
    তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম।