• ভারত-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    রেকর্ডভাঙা পূজারাই একমাত্র প্রাপ্তি মুশফিকদের

    রেকর্ডভাঙা পূজারাই একমাত্র প্রাপ্তি মুশফিকদের    

    স্কোর

    ১ম দিন চা বিরতি পর্যন্ত

    ভারত ৫৮ ওভারে ২০৬/২ (বিজয় ৯৮*, পূজারা ৮৩; তাসকিন ১/৩১, মেহেদী ১/৭০)


    সকালটা শুরু হয়েছিল স্বপ্নের মতো। এরপর রান আউট ও কিছু কঠিন ক্যাচের সুযোগ হাতছাড়া হওয়ায় খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও মনে হচ্ছিল, বাংলাদেশের বোলারদের হাপিত্যেশ করেই কাটাতে হবে।  শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজই বাংলাদেশকে এই সেশনে উদযাপনের একমাত্র সুযোগ এনে দিয়েছেন। তবে তার আগে পূজারা করে ফেলেছেন রেকর্ড।

    রাজীব গান্ধী স্টেডিয়াম পূজারার জন্য এমনিতে বেশ পয়া। এই মাঠে নিজের প্রথম ইনিংসেই করেছিলেন ১৫৯। পরেরবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিলেন ২০৪ রানের ইনিংস। তবে এবার আর তিন অঙ্কের দেখা পেলেন না পূজারা, আউট হয়ে গেছেন ৮৩ রানে। সেখানেও অবশ্য একটু ভাগ্যের ছোঁয়া আছে। ৫১তম ওভারে মেহেদী হাসান মিরাজের করা বলটা ডিফেন্সই করতে চেয়েছিলেন পূজারা। কিন্তু ব্যাট থেকে মুশফিকের প্যাডের ওপরের অংশে লেগে বলটা উঠে যায় ওপরে। ঝাঁপ দিয়ে সেটা মুঠোয় ভরে নেন মুশফিক, মেহেদী পেয়েছেন নিজের প্রথম উইকেট।

    তবে ঠিক তার আগে বলে চার মেরেই ভারতের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের করে নিয়েছেন পূজারা। এক মৌসুমে পূজারার রান এখন ১৬০৫। এর আগে ১৯৬৪-৬৫ মৌসুমে চান্দু বোর্দে এক মৌসুমে করেছিলেন ১৬০৪ রান।

    তবে পূজারার পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। কোহলি এসেই পর পর দুইটি চার মেরে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বোলারদের বড় পরীক্ষাই নেবেন। বিজয়ও সেঞ্চুরির কাছাকাছি এসে সতর্ক হয়ে গেছেন। লাঞ্চের পর বাংলাদেশের জন্য আরেকটি লম্বা সেশনই অপেক্ষা করছেন।