• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    পাকিস্তানের ফেরার লড়াই কাল

    পাকিস্তানের ফেরার লড়াই কাল    

    টানা দুটো বাজে হারের পর সমালোচনার আর নিন্দার ঝড়ের মুখে দাঁড়িয়ে পাকিস্তানের সামনে কালকের ম্যাচ অনেকটা খাদের কিনার থেকে একটু সরে আসার লড়াই। সামান্য পা হড়কালেই হয়তো শেষ হয়ে যেতে পারে নক-আউট পর্বে যাওয়ার স্বপ্ন। ব্রিসবেনে কাল তাদের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রত আরও একটি দল জিম্বাবুয়ে।

     

    দুটো করে পরাজয় সঙ্গী করে ম্যাচটাতে প্রবেশ করবে দু’দলই। পাকিস্তান এখনও জয়ের মুখ না দেখলেও তিন ম্যাচ খেলে একটিতে জয়ের স্বাদ পেয়েছে ডেভ হোয়াটমোরের দল। জিম্বাবুয়ের জন্য বড় চিন্তার বিষয় হতে পারে ডেথ ওভারে তাদের বোলিং, গত তিনটা ম্যাচেই শেষ দিকে যথেষ্ট রান বিলিয়েছেন বোলাররা। অবশ্য স্কোয়াডে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম।

     

    পাকিস্তানের মূল দুশ্চিন্তায় বরাবরের মতই থাকছে ব্যাটিং। গেল কয়েকটা মাসে নিয়মিতই ধ্বস দেখা গেছে তাদের ব্যাটিংয়ে, বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচও ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরে গেছেন মিসবাহ উল হকরা। উদ্বোধনি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ কালকের ম্যাচটা খেলার জন্য ফিট বলে জানা গেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন লেগ স্পিনার ইয়াসির শাহ।