রান আউটের পর পেসারদের দাপট
সংক্ষিপ্ত স্কোর-
তৃতীয় দিন , লাঞ্চ বিরতি
ভারত ১ম ইনিংস ৬৮৭/৬ ডিক্লে
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১২৫-৪( সাকিব ২৯*, যাদব ২/৩৩)
ধরে নেওয়া হয়েছিল অশ্বিন-জাদেজার ঘূর্ণিজাদুতেই বেশি ভুগবেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। তবে তামিম-মুমিনুলদের মাথাব্যথার কারণ হয়েছেন ভারতের ফাস্ট বোলাররাই। উমেশ যাদব ও ইশান্ত শর্মার দুর্দান্ত বোলিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ।
তৃতীয় দিনের শুরুতেই নিজেদের মাঝে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তামিম ইকবাল। ভুবনেশ্বর কুমারের বলে কোনোভাবেই দুই রান নেওয়ার উপায় ছিল না। তবে সেটা করতে গিয়েই সাজঘরে ফিরতে হয় তামিমকে। ম্যাচের প্রথম দিনে মিরাজের মতো ভুল করেননি ভুবনেশ্বর, যাদবের থ্রো ষ্ট্যাম্পে লাগিয়েছেন অনায়াসেই।
মুমিনুল-মাহমুদউল্লাহ জুটি কিছুটা আশার আলো দেখাচ্ছিল। কিন্ত যাদবের দারুণ এক বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুমিনুল। এরপর মাহমুদউল্লাহও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন তিনিও। যদিও রিভিউ নিয়েছিলেন, তবে আম্পায়ারের রায়ই বহাল থেকেছে।
লাঞ্চের আগে সাকিব-মুশফিক জুটি আর কোনো বিপদ ঘটতে দেননি।