বিদায় বলছেন ওয়েঙ্গার?
দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ২০ টি বছর। অন্য ক্লাবগুলোতে যেখানে কোচদের আসা-যাওয়া লেগেই থাকে, আর্সেন ওয়েঙ্গার সেখানে দীর্ঘ একটা সময় কাটিয়ে দিয়েছেন আর্সেনালে। তবে সামনের মৌসুমেই গানার্সদের ডাগআউটে দেখা যাবে না তাঁকে। সাবেক আর্সেনাল স্ট্রাইকার ইয়ান রাইট বলেছেন , ওয়েঙ্গার হয়তো এবারই বিদায় বলবেন।
এই মৌসুমেই ক্লাবের সাথে ওয়েঙ্গার চুক্তি শেষ হচ্ছে। ওয়েঙ্গার নাকি পুরনো বন্ধু রাইটকে বলেছেন, তিনি আর আর্সেনালের হয়ে কোচিং চালিয়ে যেতে চান না, “শেষবার যখন তাঁর সাথে দেখা হয়, তখন তাঁকে খুব ক্লান্ত লাগছিল। সে আমাকে বলেছে এবারই আর্সেনালকে বিদায় বলতে চান। আগে কখনোই এরকমটা বলেননি! সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এবারই হয়তো শেষ হবে তাঁর দীর্ঘ এই যাত্রা।”
কয়েক বছর ধরেই দলের কোচ হিসেবে নতুন মুখ দেখতে চাচ্ছেন আর্সেনাল ভক্তরা। গত ম্যাচে অনেকের হাতেই ছিল ওয়েঙ্গার বিরোধী ব্যানার, “যথেষ্ট হয়েছে, এবার তোমার যাওয়ার সময় হয়েছে।” রাইট মনে করেন, ওয়েঙ্গার বিদায় বললে দলে বড় একটা পরিবর্তন আসবে, “ দলের ফুটবলাররা তাঁকে হতাশ করেছে। যদি তিনি শেষ পর্যন্ত ক্লাব ছেড়েই দেন, দলে অনেক পরিবর্তন আসবে। তিনি নিজের দলের ওপর অনেক বেশি বিশ্বাস রাখতেন, কিন্তু সেটায় কোনো ফলাফল আসেনি।”