হংকং লিগে পাঠানের "ইতিহাস"
অনেক বছর ধরেই জাতীয় দলে ব্রাত্য। শেষবার ২০১২ সালে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। ইউসুফ পাঠান এখন ঘরোয়া ক্রিকেট খেলেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে হংকংয়ের টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন তিনি। সেখানে কলুন ক্যান্টনসের হয়ে খেলবেন তিনি।
সাধারণত ভারতের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে যাওয়ার অনুমতি দেয় না বিসিসিআই। বিগ ব্যাশ, বিপিএল, পিসিএল ইত্যাদিতে তাই ভারতের কোনো প্রতিনিধিত্ব নেই। হংকংয়ে খেলার অনুমতি দেওয়ায় বোর্ডকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইউসুফ, “আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বিসিসিআই ও বারোদা ক্রিকেট বোর্ডকে। তাঁদের অনুমতি পত্র পাওয়ার কারণেই আমি হংকংয়ে খেলতে যেতে পারছি। সামনেই আইপিএল, ভালো একটা প্রস্তুতিও হয়ে যাবে। এজন্যই সেখানে যেতে চাইছিলাম।”
কলকাতা নাইট রাইডারসের হয়ে খেলা ইউসুফ প্রথমবার বিদেশি লিগে খেলতে যাচ্ছেন। সেখানকার ক্রিকেটারদের ব্যাপারে খুব একটা ধারণা নেই তাঁর। তবে এসব নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না, “সত্যি বলতে সেখানকার কারো ব্যাপারেই তেমন একটা জানি না। তবে শুনেছি আমার দলে কিছু নামিদামি ক্রিকেটার থাকবেন! তাঁদের সাথে মিলে ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টাই করবো।”
এদিকে ইউসুফকে অনুমতি দেওয়ায় খুশি ক্রিকেট হংকংয়ের প্রধান নির্বাহী টিম কাটলার, “বিসিসিআইয়ের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে দারুণ খুশি আমরা। এটা ভবিষ্যতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরও বেশি শক্তিশালী করে তুলবে।”
এরই মাঝে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ইংল্যান্ডের টায়মাল মিলসকে দলে ভিড়িয়েছে ক্যান্টনসরা। এছাড়া শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিন ও দক্ষিণ আফ্রিকার জোহান বোথাও খেলবেন হংকং লিগে। মার্চের ৮ তারিখ থেকে শুরু হবে এই ইভেন্ট।