• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বার্নলির সঙ্গেই হোঁচট খেল চেলসি

    বার্নলির সঙ্গেই হোঁচট খেল চেলসি    

    শিরোপার রেখাটা দিগন্তে অনেকটাই স্পষ্ট। সেটা আরও বেশি কাছে চলে এসেছিল কাছাকাছি থাকা টটেনহাম লিভারপুলের কাছে হেরে যাওয়ায়। তবে সেই সুযোগটা নিতে পারল না চেলসি, বার্নলির  মাঠে গিয়ে ড্র করল ১-১ গোলে। এখনও অবশ্য টটেনহামের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে কাছে, তবে কাল বোর্নমাউথকে ম্যান সিটি হারালে সেটি কমে দাঁড়াবে ৮ পয়েন্টে।

    বার্নলির বৃষ্টিভেজা মাঠে শুরুটা দারুণ করেছিল চেলসি। ম্যাচের প্রথম ৫ মিনিটেই এগিয়ে যেতে পারত, তবে এডেন হ্যাজার্ডের শটটা ঠেকিয়ে দিয়েছেন বার্নলি গোলরক্ষক। তবে গোলটা পেয়ে গেছে সাত মিনিটেই। সেটিও দারুণ এক প্রতিআক্রমণ থেকে। প্রতিপক্ষের অর্ধে বল থেকে ভিক্টর মোসেস দারুণ এক দৌড়ে ঢুকে গিয়েছিলেন বক্সে। মোসেসের ক্রসটা নিজের দুর্বল ডান পায়ে দুর্দান্তভাবে জালে জড়িয়ে দিয়েছেন পেদ্রো রদ্রিগেজ।

    তবে সমতা ফেরাতে বার্নলির খুব বেশিক্ষণ লাগেনি। ২৪ মিনিটে রবার্ট ব্র্যাডির বাঁ পায়ের অসাধারণ ফ্রিকিকটা ঠেকানোর সাধ্য ছিল না চেলসির গোলরক্ষক কোর্তোয়ার। পরে যদিও ব্র্যাডি রসিকতা করে বলেছেন, পুরো ম্যাচে ওই ফ্রিকিকটা ছাড়া আর কিছুই করেননি।

    তবে দ্বিতীয়ার্ধে চেলসি সেভাবে বার্নলি গোলরক্ষককে পরীক্ষাতেই ফেলতে পারেনি। বেশ কয়েকবার তাদের রক্ষণে হানা দিলেও  এই অর্ধে একটা শটও পোস্টে রাখতে পারেনি। বরং পাল্টা আক্রমণে বার্নলি মাঝেমধ্যেই ভিতি ছড়াচ্ছিল, দ্বিতীয়ার্ধের শুরুতে সহজ সুযোগ পেয়েও সেটা কোর্তোয়ার হাতে মেরেছেন অ্যান্ডি গ্রে। শেষ পর্যন্ত নিজেদের মাঠে চেলসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্নলি।