• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    খেলার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছেন বালোতেল্লি

    খেলার প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছেন বালোতেল্লি    

    বিতর্ক কখনোই তাঁর পিছু ছাড়েনি। যেই ক্লাবেই গিয়েছেন, সেখানেই কোনো না কোনো জামেলায় জড়িয়েছেন। অনেক জায়গা ঘুরে এই মৌসুমে ফরাসি ক্লাব নিসেতে থিতু হয়েছেন। মারিও বালোতেল্লি গত কয়েক মাস ধরে বিতর্ক থেকে কিছুটা দূরেই ছিলেন। তবে আবারো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। সতীর্থ ভ্যালেন্টিন এসেরিক বলেছেন, বালোতেল্লি নাকি খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন!

     

    মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করলেও ধীরে ধীরে ফর্ম হারিয়েছেন। গত সপ্তাহে সেন্ট এটিনের বিপক্ষে বেঞ্চে বসে ছিলেন। রেনের বিপক্ষে কালকের ম্যাচে তো মাঠেই দেখা যায়নি বালোতেল্লিকে। ম্যাচের আগে এসেরিক বলেছিলেন, দলের প্রতি আগের মতো মনোযোগ নেই বালোতেল্লির। ম্যাচের পরেও নিজের বক্তব্যের পক্ষেই কথা বলেছেন,“গত সপ্তাহে আমি যা বলেছি সেটা খুবই প্রাসঙ্গিক। এতে কেউ কষ্ট পেলেও আমার কিছুই যায় আসে না। তাঁর মতো ফুটবলারকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। মনে হচ্ছে দল এবং সতীর্থদের সাথে  তার কোনো সম্পর্কই নেই!”

     

     

    দলের অন্যদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ বালোতেল্লি। এই কারণেই এসেরিক মনে করেন, দলের উন্নতির জন্য তাঁকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে, “আমদের কোচ তাঁর থেকে অনেক বেশি প্রত্যাশা করেন। তবে মারিও যেভাবে অল্পতেই হাল ছেড়ে দিচ্ছে, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না কোচ। আমরাও অনেকটাই হতাশ। আশা করি সবকিছু আগের মতো হয়ে যাবে। সে দারুণ একজন ফুটবলার, এটা আমরা সবাই জানি।”