"অনভিজ্ঞতা রুটের জন্য সমস্যা হবে না"
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাঁর কাঁধেই দায়িত্বটা বর্তালো। ইংল্যান্ডের ৮০তম টেস্ট অধিনায়ক হচ্ছেন জো রুট। অনেকেই বলছেন, ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের ‘অনভিজ্ঞতা’ রুটের জন্য সমস্যার কারণ হবে। তবে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন জানালেন, রুট অধিনায়কত্বের জন্য পুরোপুরি তৈরি।
অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল, রুটই হচ্ছেন দলের পরবর্তী টেস্ট অধিনায়ক। ২৬ বছর বয়সী রুটের অবশ্য এই দায়িত্ব পালনের খুব একটা অভিজ্ঞতা নেই। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র তিনবার নেতৃত্ব দিয়েছেন ইয়র্কশায়ারকে। ভন অবশ্য রুটকে নিয়ে দারুণ আশাবাদী, “ অনেকেই বলছে সে নাকি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এখনো তৈরি না! একেবারেই হাস্যকর কথা এসব। কুকের ডেপুটি হিসেবে অনেকদিন ধরেই খেলছে রুট। সে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।”
১১ বছর বয়সী রুটের সাথে মাইকেল ভন
সহকারী অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে পাচ্ছেন রুট। ভন জানালেন, এই দুজন ইংল্যান্ডকে সঠিক পথটাই দেখাবেন, “রুট তাঁর ডেপুটি হিসেবে স্টোকসকে পেয়েছে। তাঁরা দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। মাঠে রুটের মনোভাবও দারুণ ইতিবাচক। তাঁর নেতৃত্বে দল ভালোকিছুই করবে।”
৫৩ টেস্ট খেলা রুটের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে আগামী জুলাইয়ে। দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ দিয়েই ‘রুট-যুগে’ প্রবেশ করবে ইংল্যান্ড।