স্বমহিমায় সাঙ্গাকারা
বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিয় সিরিজ জয়ের পর এশিয়া কাপ আর টিটোয়েন্টি বিশ্বকাপের শিরোপা...গত বছরের শুরুটা এক কথায় দুরন্তই ছিল শ্রীলংকার জন্য। কিন্তু বাকিটা সময় আর ভালো গেলো কই? পারফরম্যান্সে মন্দা বাতাস অব্যাহত ছিল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরেও। ক্রমাগত হারে পর্যুদস্ত লঙ্কানরা চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বই পেরোতে পারবে কিনা সে নিয়েও জেগেছিল শঙ্কা।
নিউজিল্যান্ডের কাছে বড় পরাজয়ের পর আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয়...হতাশাজনক চিত্র অনেকটাই বদলে গেলো বাংলাদেশের বিপক্ষে। অতঃপর ইংল্যান্ডের ৩০৬ রান তাড়া করে ৯ উইকেটের অনায়াস জয়! দলকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে সামনে থেকে যারা ভূমিকা রেখেছেন তাঁদের মধ্যে সম্ভবত প্রথমেই থাকবে কুমার সাঙ্গাকারার নাম। ফর্মহীনতা একটা শব্দ, সাঙ্গাকারার সোয়া যুগের ক্যারিয়ারে কখনই সেভাবে কালো ছায়া ফেলতে পারে নি। সর্বশেষ দু’ মাচেই অপরাজিত শতক, সমসাময়িক ক্রিকেটের অন্যতম ক্ল্যাসিক ব্যাটসম্যানটি নিজের শেষ বিশ্বকাপ হয়তো কেবল উপভোগ করতে শুরু করেছেন বলে!
দলের লম্বা বাজে সময়েও সাঙ্গার ব্যাটে রানের খরা দেখা যায় নি। সর্বশেষ কুড়িটি ওডিআই ইনিংসে চারবার পেরিয়েছেন শতক, সাতবার অর্ধশতক।
রান | বল | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
১১৭* | ৮৬ | ইংল্যান্ড | ওয়েলিংটন | ১ মার্চ, ২০১৫ |
১০৫* | ৭৬ | বাংলাদেশ | মেলবোর্ন | ২৬ ফেব্রুয়ারি, ২০১৫ |
৭ | ১৩ | আফগানিস্তান | ডানেডিন | ২২ ফেব্রুয়ারি, ২০১৫ |
৩৯ | ৩৮ | নিউজিল্যান্ড | ক্রাইস্টচার্চ | ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ |
১১৩* | ১০৫ | নিউজিল্যান্ড | ওয়েলিংটন | ২৯ জানুয়ারি, ২০১৫ |
৮১ | ৬৬ | নিউজিল্যান্ড | ডানেডিন | ২৫ জানুয়ারি, ২০১৫ |
৯ | ১৭ | নিউজিল্যান্ড | ডানেডিন | ২৩ জানুয়ারি, ২০১৫ |
৭৬ | ৮৩ | নিউজিল্যান্ড | নেলসন | ২০ জানুয়ারি, ২০১৫ |
৩৮ | ৪১ | নিউজিল্যান্ড | হ্যামিলটন | ১৫ জানুয়ারি, ২০১৫ |
৪ | ১৫ | নিউজিল্যান্ড | ক্রাইস্টচার্চ | ১১ জানুয়ারি, ২০১৫ |
৩৩ | ৫০ | ইংল্যান্ড | কলম্বো | ১৬ ডিসেম্বর, ২০১৪ |
১১২ | ১১২ | ইংল্যান্ড | পাল্লেকেলে | ১৩ ডিসেম্বর, ২০১৪ |
৯১ | ১২৩ | ইংল্যান্ড | পাল্লেকেলে | ১০ ডিসেম্বর, ২০১৪ |
৮৬ | ১০৫ | ইংল্যান্ড | কলম্বো | ৭ ডিসেম্বর, ২০১৪ |
৬৩ | ৬২ | ইংল্যান্ড | হাম্বানটোটা | ৩ ডিসেম্বর, ২০১৪ |
৬৭ | ৯৩ | ইংল্যান্ড | কলম্বো | ২৯ নভেম্বর, ২০১৪ |
২ | ৪ | ইংল্যান্ড | কলম্বো | ২৬ নভেম্বর, ২০১৪ |
০ | ১ | ভারত | হায়দেরাবাদ | ৯ নভেম্বর, ২০১৪ |
৬১ | ৮৬ | ভারত | আহমেদাবাদ | ৬ নভেম্বর, ২০১৪ |
১৩ | ১৩ | ভারত | কটক | ২ নভেম্বর, ২০১৪ |
৪০১টি একদিনের আন্তর্জাতিকে ২৪টি শতক, ৯৩টি অর্ধশতক...সতীর্থকে সময়ের সবচেয়ে সেরাই মানছেন লঙ্কান ওপেনার লাহিরু থিরামানে, “এই মুহূর্তে আমার মনে হয় সে এক নাম্বারই। সে আসলেই খুব ভালো ব্যাট করছে। দলের প্রয়োজনমতো স্ট্রাইক রোটেট করে রান নিচ্ছে, সময়ে সময়ে বাউন্ডারিও হাকাচ্ছে।”
বাঁধিয়ে রাখার মতো ক্যারিয়ারে সাঙ্গাকারার আক্ষেপের কারণ হয়ে থাকতে পারে একটি বিশ্বকাপ। গত দু’ বারেই শিরোপার খুব কাছাকাছি গিয়েও সন্তুষ্ট থাকতে হয় রানার আপ ট্রফি নিয়েই। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাঠ থেকে সে স্বপ্ন আর পূরণ হওয়ার সম্ভাবনা বেশ ফিকেই। তবে কি আক্ষেপটুকু সঙ্গী করেই ব্যাটখানা শো কেসে তুলতে হবে? সাঙ্গাকারা অবশ্য এই মুহূর্তে এতো কিছু ভাবতে চাইছেন না, “আমি এখনও খেলাটা উপভোগ করছি।”
বটে! অমন চোখজুড়ানো ব্যাটিং উপভোগ্য নয় কার কাছে!