যে রেকর্ড চাননি আফ্রিদি
৩৫তম জন্মদিনটা বিস্মরণীয়ই কাটল শহীদ আফ্রিদির। পাকিস্তানের সবচেয়ে বেশি জয়ে (২১৫) ইনজামাম উল হকের রেকর্ড স্পর্শ করে ফেললেও ব্যাটে-বলে দিনটা গেছে ভুলে যাওয়ার মতো। ব্যাট হাতে শুন্য করেছেন, বলেও কোনো উইকেট পাননি। শেষদিকে একটা গুরুত্বপূর্ণ মেডেন আজকের দিনে একমাত্র প্রাপ্তি। সবচেয়ে বড় কথা, কখনোই পেতে চাননি এরকম কিছু রেকর্ডও পেয়েছেন বা পেতে চলেছেন।
১. অন্তত ৩০০০ রান করেছেন, এমন ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে দশ রানের নিচে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন আফ্রিদি (১১৭ বার)। সব মিলে তার চেয়ে ওপরে আছেন শুধু ওয়াসিম আকরাম (১২০ বার)
২. সনাৎ জয়াসুরিয়ার সবচেয়ে বেশি "ডাকের" (৩৪) আরেকটু কাছকাছি চলে গেলেন আফ্রিদি (৩০)
৩. বিশ্বকাপের ১২ ইনিংসে আফ্রিদির গড় এখন ১২.৩৩। কমপক্ষে ২০ ইনিংস খেলেছেন এরকম খেলোয়াড়দের মধ্যে আফ্রিদির রেকর্ড সবচেয়ে খারাপ। কাছাকাছি আছেন শন পোলক (১৭.৩৩)