'রুনির চীনে যেতে চাওয়াটা পাগলামি'
গুঞ্জনটা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। ওয়েইন রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চীনে যাওয়ার গুজবটা আরও জোরালো হয়েছে গতকালের কিছু খবরের পর। এসবের মাঝেই সাবেক ইউনাইটেড ফুটবলার রয় কিন বললেন, রুনির চীনে যেতে চাওয়াটা ‘পাগলামি’ ছাড়া আর কিছুই নয়।
প্রিমিয়ার লিগের চেয়ে চাইনিজ লিগ যোজন যোজন পিছিয়ে, এই কথা কারো অজানা নয়। কিন মনে করেন, ইউনাইটেডের মতো ক্লাব ছেড়ে যাওয়াটা রুনির জন্য একদমই ভালো হবে না, “কোনোভাবেই চীনে যাওয়া উচিত হবে না তাঁর। সে তো এখনো ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইতালি ইত্যাদি দেশের সেরা লিগগুলোতে খেলতে পারে! ইউনাইটেড ছেড়ে চীনে যাওয়াটা পুরোপুরি পাগলামি।”
রেকর্ড ৩০ মিলিয়ন পাউন্ডে রুনির চীনে যাওয়ার কথা শোনা যাচ্ছে। সপ্তাহে পেতে পারেন ১ মিলিয়ন পাউন্ড! অনেকেই বলছেন, শুধুমাত্র টাকার জন্যই এই সিদ্ধান্ত রুনি। তবে কিন এটার সাথে একমত হতে পারছেন না, “শুনেছি সে রেকর্ড ট্রান্সফার ফিতে চীনে যাবে। তাঁর তো টাকার অভাব নেই তাইনা?”
এদিকে রুনির ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে চীনে গিয়েছেন তাঁর এজেন্ট। সামনের সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে এই ব্যাপারে রুনি কিংবা ইউনাইটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো।