কোথাও যাচ্ছেন না ওয়েইন রুনি
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা প্রবল ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চীনের সুপার লিগে পাড়ি জমাতে যাচ্ছেন ওয়েইন রুনি-এমন খবরে সরগরম ছিল ইংলিশ গণমাধ্যম। অবশেষে সব জল্পনা কল্পনার ইতি টেনে রুনি নিজেই জানিয়েছেন, তিনি ওল্ড ট্রাফোর্ডেই থাকছেন।
ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে রুনি নিজেই নিশ্চিত করেছেন, "বেশ কয়েকটি ক্লাবই আমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। সেটার জন্য আমি কৃতজ্ঞ, তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানাচ্ছি, আমি ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছি। আমি আশা করব এই মৌসুমে চারটি শিরোপার দৌড়ে থাকা ক্লাবে আমিও ভূমিকা রাখতে পারব। ক্লাবের জন্য সময়টা দারুণ রোমাঞ্চকর। এই সময়ে আমি ক্লাবের সঙ্গেই থাকতে চাই। "