'গতকাল আমার স্বপ্নের মৃত্যু হয়েছে'
কয়েক ঘণ্টার মাঝেই এলোমেলো হয়ে গিয়েছে সব। আগের মৌসুমে ‘লেস্টার রূপকথার’ অন্যতম নায়ক ছিলেন তিনি। হয়তো কল্পনাতেও আসেনি, খারাপ সময়ে এভাবে তাঁকে বরখাস্ত করা হবে। বিদায়কালে তাই লেস্টার কোচ ক্লদিও রানিয়েরি বলেছেন, গতকাল তাঁর স্বপ্নের মৃত্যু হয়েছে।
স্বপ্ন দেখিয়েছিলেন লেস্টারকে। অকল্পনীয়ভাবে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার নয় মাসের মাঝেই চলে যেতে হবে, এমনটা কখনোই ভাবেননি। নিজের আবেগটা তাই ধরে রাখতে পারেননি রানিয়েরি, “গতকাল আমার স্বপ্নের মৃত্যু হয়েছে। আগের মৌসুমের শিরোপা জেতার পর ভেবেছিলাম, যেই ক্লাবকে আমি এত ভালোবাসি সেখানেই বহুদিন থেকে যাবো। দুঃখের বিষয় সেটা আর হচ্ছে না।”
তাঁর এই আকস্মিক বিদায়ে হতবাক সবাই। যিনি লেস্টারকে এতকিছু এনে দিলেন, তাঁকেই কিনা এভাবে চলে যেতে হচ্ছে? রানিয়েরির এরকম বিদায়ে তাই তাঁর স্বদেশী ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো ক্ষোভে ফেটে পড়েছে। রেনিয়েরি কিন্তু বিদায়বেলায় মনে কোনো কষ্ট রাখতে চান না, “লেস্টার ক্লাবকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। সাংবাদিক এবং ফুটবল সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ লেস্টার ভক্তদের। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছে সেটা আমি ভুলবো না। আমিও আপনাদের অনেক বেশি ভালোবাসি। আমরা যা অর্জন করেছি সেটা কেউ কেড়ে নিতে পারবে না।"