'লেস্টারের কোচ ছাড়াই খেলা উচিত'
লেস্টার সিটিকে স্বপ্নের প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর নয় মাস না যেতেই ম্যানেজারের চাকরিটা হারাতে হয়েছে ক্লদিও রানিয়েরিকে। এমন ঘটনায় ফুটবল দুনিয়ায় তীব্র নিন্দার ঝড়ের মাঝেই ব্রিটিশ গণমাধ্যমের খবর, লেস্টারের খেলোয়াড়রাই ক্লাবের কর্তা ব্যক্তিদের বাধ্য করেছেন রানিয়েরিকে বরখাস্ত করতে। আর সেটা সত্যি হলে লেস্টারের কোচ ছাড়াই খেলা উচিত বলে মন্তব্য করেছেন ইতালির ফুটবল ক্লাব টরিনোর ম্যানেজার সিনিসা মিহালোভিচ।
নতুন বছরে এখনও পর্যন্ত কোনো জয় পায় নি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এরই মাঝে খবর, কোচকে সরানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছেন তাঁর ছেলেরাই। এমনটাই হয়ে থাকলে তাঁদের শাস্তিস্বরূপ কোচ ছাড়াই খেলানো উচিত বলে মনে করেন মিহালোভিচ, “ইংলিশ গণমাধ্যমগুলো ইঙ্গিত দিচ্ছে রানিয়েরিকে সরিয়ে দেয়ার পিছনে কয়েকজন খেলোয়াড়ের হাত রয়েছে। অবিশ্বাস্য ব্যাপার! তাঁদের এখন কোনো কোচ ছাড়াই খেলতে বাধ্য করা উচিত, দেখা যাক সেটা তাঁদের কেমন লাগে।”
কোচদের হুটহাট বরখাস্ত করার ‘ইতালীয় বদঅভ্যাস’টা ইংল্যান্ডেও ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য টরিনো ম্যানেজারের, “দুর্ভাগ্যজনকভাগে ইংল্যান্ডেও এখন এসব হচ্ছে। কৃতজ্ঞতা বা স্বীকৃতি বলে কিছু আর ফুটবলে অবশিষ্ট নেই।”
এদিকে কোচের চাকরি হারানোর পিছনে খেলোয়াড়দের ভূমিকা থাকার কথা পুরোপুরি অস্বীকার করছেন লেস্টারের গোলকিপার ক্যাসপার স্মাইকেল, “আমরা খেলোয়াড়, আমরা কেবল মাঠের খেলাতেই ভূমিকা রাখতে রাখতে পারি। সেটা আমরা পারছি না সত্যি। কিন্তু উপরের লেভেলে কী হয় সেটা পুরোপুরিই আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”