"নতুন" মরিনহোর প্রথম শিরোপা
ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে টটেনহামকে ২-০ গোলে হারিয়ে ২০১৪-’১৫ মৌসুমের প্রথম শিরোপা অর্জন করলো চেলসি। আগেরবার চেলসির ম্যানেজার থাকাকালীন প্রথম শিরোপা হিসেবে এই ক্যাপিটাল ওয়ান কাপই জিতেছিলেন জোসে মরিনহো। দ্বিতীয়বার চেলসিতে ফিরে এসেও এটি দিয়েই করলেন সুত্রপাত।
- প্রথমে এগিয়ে যেতে পারতো টটেনহাম, কিন্তু ক্রিশ্চিয়ান এরিকসনের ফ্রি-কিক ফিরে আসে বারে লেগে। প্রথমার্ধে চেলসি খেলতে থাকে একটু ডিফেন্সিভ, কিন্তু সুযোগ পেলেই কাউন্টারে বেশ কয়েকবার টটেনহামকে বিপদে ফেলার চেষ্টা করে তারা।
- প্রথমার্ধের অন্তিম মুহুর্তের দিকে এগিয়ে যায় চেলসি। এবারের মৌসুমে নিজের ৬ষ্ঠ গোল করেন চেলসি অধিনায়ক জন টেরী। উইলিয়ানের নেয়া ফ্রি কিক রিবাউন্ডে পেয়ে যান টেরী। কোন ভুল না করে চেলসিকে এগিয়ে দেন তিনি।
- এই গোলের মাধ্যমে ২০১৪-’১৫ মৌসুমে চেলসি ডিফেন্ডাররা মোট ১৭টি গোল আর ১৩টি অ্যাসিস্ট করেছে। অর্থাৎ মোট ৩০টি গোলে সরাসরি অবদান আছে ডিফেন্ডারদের।
- দ্বিতীয়ার্ধে আরেকটু বেশি আক্রমণাত্মক খেলতে থাকে জোসে মরিনহোর দল। এই মৌসুমে চেলসির অন্যতম সেরা মিডফিল্ডার নেমানিয়া ম্যাটিচ ২ ম্যাচ নিষিদ্ধ থাকায় মরিনহো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলান ১৯ বছর বয়সী ডিফেন্ডার কুর্ট জুমাকে।
- জুমা চেলসির মিডফিল্ড সামলান দারুণভাবে। দারুণ ফর্মে থাকা টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন যেন মিডফিল্ড থেকে বাড়তি কোন সাহায্য না পান তা নিশ্চিত করেন তিনি।
- পুরো ম্যাচে টটেনহাম চেলসির গোলে শট নিতে পারে মাত্র দুইটি। তাও শেষ শটটি তারা নিতে পেরেছিলো ৩৬ তম মিনিটে।
- ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। সেস্ক ফ্যাব্রিগাসের বাড়িয়ে দেয়া পাস থেকে জরালো শট করেন প্রিমিয়ার লীগে ১৭ গোল করা চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা। তার শট টটেনহাম রাইটব্যাক কাইল ওয়াকারের পায়ে লেগে দিক বদলে ঢুকে যায় হুগো লরিসের জালে। ২-০ তে এগিয়ে যায় চেলসি।
- এই শিরোপা জয়ের মাধ্যমে জোসে মরিনহো চেলসির ম্যানেজার হিসেবে জয় করলেন ৬টি শিরোপা।