• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অটোগ্রাফ না পেয়ে ভক্তদের হামলা!

    অটোগ্রাফ না পেয়ে ভক্তদের হামলা!    

    মাত্র একদিন আগেই জিতেছিলেন লিগ কাপের শিরোপা। আনন্দ-উল্লাসেই কেটেছে মুহূর্তগুলো, শুনেছেন ভক্তদের স্তুতি। তবে ঠিক পরের দিনই ভক্তদের অন্য এক রুপের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা। অটোগ্রাফ না দেওয়ায় তাঁর ওপর চড়াও হয়েছে কয়েকজন ইউনাইটেড ভক্ত।

     

    গত সোমবার বন্ধুদের সাথে ভারতীয় রেস্তোরা ‘আকবরে’ রাতের খাবার খেতে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন ভক্ত তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্য আসে। পগবা তাঁদেরকে বিনয়ের সাথেই মানা করে দেন। তবে পগবার ‘না’ শুনে নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি তাঁরা। সাথে সাথেই পগবার সাথে কথা কাটাকাটি শুরু করেন, শেষে গিয়ে তাঁর ওপর চড়াও হন। পগবার দিকে প্লেটও ছুঁড়ে মারেন এক ভক্ত, বেশ কিছুক্ষণ হাতাহাতিও হয়।

     

     

    পরিস্থিতি বেশি খারাপের দিকে যেতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় রেস্তোরার কর্মকর্তারা। তাঁরা সেখানে এসে পগবাকে সেই ভক্তদের হাত থেকে ছাড়িয়ে নেন। ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়, “ রাত ১১.৪০ মিনিটে লিভারপুল রোডের একটি রেস্তোরা থেকে আমাদের কাছে ফোন আসে। কিছুক্ষণের মাঝেই আমরা সেখানে উপস্থিত হই। পরবর্তীতে পরিস্থিতি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণেই ছিল।”

     

    এই ঘটনায় পগবার পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি।