• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    হাত মেলানো শেষেই হাত ধুলেন কন্তে!

    হাত মেলানো শেষেই হাত ধুলেন কন্তে!    

    ম্যাচের আগে দুই দলের কোচিং স্টাফদের সৌজন্যমূলক হাত মেলানোর ব্যাপারটা প্রায়ই ঘটে। চেলসি কোচ আন্তোনিও কন্তেও তেমনটাই করেছিলেন ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের আগে। তবে হাত মেলানোর পর যা করেছেন, সেটাতেই বেঁধেছে বিপত্তি। এর পর পরই যে নিজের ডাগআউটে এসে হাত ধুয়েছেন চেলসি কোচ !

    গতরাতে লন্ডন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেলসি-ওয়েস্ট হাম। খেলা শুরুর আগে ওয়েস্ট হামের ডাগআউটে গিয়ে সবার সাথে হাত মেলান কন্তে। স্বাগতিক দলের কোচের সাথে কথাবার্তা শেষ করেই দৌড়ে আসেন নিজের দলের ডাগআউটের দিকে। সাথে সাথেই নিচ থেকে পানির বোতল নিয়ে দুই হাত ধুয়ে ফেলেন কন্তে।

     

     

    এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পরে গিয়েছে। অনেকেই বলছেন, অতি ‘স্বাস্থ্যসচেতন’ কন্তে জীবাণু থেকে বাঁচার জন্যই এরকম করেছেন। শেষ পর্যন্ত হ্যাজার্ড ও কস্তার গোলে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে কন্তের দল।