• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    তিন ম্যাচ নিষিদ্ধ ইব্রাহিমোভিচ

    তিন ম্যাচ নিষিদ্ধ ইব্রাহিমোভিচ    

    আক্রমণাত্মক আচরণের দায়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইব্রাহিমোভিচ। শনিবার বোর্নমাউথের সাথে খেলা চলাকালীন টাইরন মিংসকে কনুই মারার অপরাধে ইংলিশ এফএ আজ এই সিদ্ধান্ত দেন। ম্যাচে রেফারির চোখ এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত আর রেহাই পেলেন না সুইডিশ তারকা; ম্যানচেস্টার ইউনাইটেডের পরের তিন ম্যাচে দর্শক হয়েই বসে থাকতে হবে তাঁকে।



    এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চেলসি, প্রিমিয়ার লিগে মিডলসবরো ও ওয়েস্টহ্যামের বিপক্ষের তিন ম্যাচে খেলতে না পারলেও ইউরোপা লিগে রোস্তভের বিপক্ষে খেলার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না। আগামী ৪ এপ্রিল এভারটনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ ফুটবলে নিষেধাজ্ঞার খড়্গ উঠবে  ইব্রাহিমোভিচের।