মৌসুম শেষেই বিদায় বলবেন জাবি আলোনসো
ইঙ্গিতটা দিয়েছিলেন মৌসুমের শুরুতেই। শেষদিকে এসে আরও স্পষ্ট করে আভাস দিচ্ছেন, এই মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন বায়ার্ন মিডফিল্ডার জাবি আলোনসো। টুইটারে আবেগঘন বার্তা দেয়ার পর বায়ার্ন মিউনিখের অফিশিয়াল ওয়েবসাইটের কাছেও এমন ইচ্ছার কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী স্প্যানিশম্যান।
আজ সকালে নিজের টুইটারে জাবি লিখেন, “(ফুটবলে) বেঁচেছিলাম, ভালোবেসেছিলাম। বিদায় সুন্দর খেলাটিকে।” এরপর বায়ার্নের অফিশিয়াল ওয়েবসাইটকে জাবি বলেন যে এটাই অবসরে যাওয়ার উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি, “সিধান্তটা নেয়া খুব সহজ ছিল না। কিন্তু আমার সবসময়ই মনে হয়েছে যে দেরি হয়ে যাওয়ার আগেই বিদায় বলা উচিত। এখনও আমি খেলে যেতে পারি, কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়।”
বিদায়টা বায়ার্ন থেকে বলতে পারাটাও অর্জন হিসেবেই দেখছেন তিনি, “আমি সর্বোচ্চ পর্যায় থেকেই বিদায় বলতে চেয়েছিলাম এবং বায়ার্ন নিঃসন্দেহে সে পর্যায়ের। এই দলটার হয়ে খেলতে পেরে ও এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি ভীষণ খুশী ও গর্বিত।”
১৯৯৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করা আলোনসো লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই একটি চ্যাম্পিয়নস লিগ ছাড়াও জিতেছেন আরও ৩টি শিরোপা। এরপর রিয়াল মাদ্রিদে পাঁচ বছরে জিতেছেন আরও পাঁচটি শিরোপা, যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়নস লিগ। এছাড়া স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও ২টি ইউরোও জিতেছেন। বায়ার্নের হয়ে এবার তৃতীয় বুন্দেসলিগা আর তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জিতেই হয়তো শেষ করতে চাইবেন বর্ণিল ক্যারিয়ারটা।