সহজ কিন্তু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ পাকিস্তানের
বি গ্রুপে আপাতদৃষ্টিতে সবচেয়ে সহজ প্রতিপক্ষ তাদেরকেই মনে হচ্ছে, তবে প্রথম দুই ম্যাচের পারফরমেন্স দিয়ে সংযুক্ত আরব আমিরাত বুঝিয়ে দিয়েছে তাদেরকে মোটেই অবহেলা করার সুযোগ নেই। আর পাকিস্তান এখন যে অবস্থায় আছে, তাতে এ ম্যাচটা হেরে গেলে বিশ্বকাপ স্বপ্ন শেষও হয়ে যেতে পারে তাদের।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে কালকের লড়াইটা তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। জিম্বাবুয়ের সাথে গত ম্যাচটা জিতে জয়ের ধারায় ফিরেছে মিসবাহ উল হকের দল। তবে জিতলেও সে ম্যাচ নিয়ে কিন্তু সমালোচনা হয়েছে, বিশেষ করে উইকেটরক্ষক উমর আকমলের। নিয়মিত ক্যাচ এবং স্ট্যাম্পিং মিস করে যাওয়া আকমল বোধ হয় কালও একটা সুযোগ পাচ্ছেন। পেসার রাহাত আলির জায়গায় দেখা যেতে পারে লেগস্পিনার ইয়াসির শাহকে।
ভারতের সাথে পার্থে ঐ ব্যাটিং ধ্বসের পর ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হতে পারে আমিরাতের। বাদ পড়তে পারেন স্পিনার রোহান মুস্তফাও, তাঁর জায়গায় নাসির আজিজের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। ছবি-সৌজন্যঃএএফপি