মাঠে যাওয়া বারণ পচেত্তিনোর স্ত্রীর!
সময়টা যে বেশ দারুণ যাচ্ছে পচেত্তিনোর তা বলাই বাহুল্য। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তাঁর দল এই মুহূর্তে আছে দ্বিতীয় স্থানে। চলতি মৌসুমে এখনও পর্যন্ত লিগের একমাত্র দল হিসেবে নিজেদের মাঠে অপরাজিত আছে তাঁরা। আর সেটা ধরে রাখতে টটেনহ্যাম ম্যানেজার তাঁর নিজের স্ত্রীকে মাঠে আসতে নিষেধ করে দিয়েছেন!
নিজেদের শেষ দু’ ম্যাচে স্টোক সিটি আর এভারটনের বিপক্ষে জয়ের পর এই ‘মজার’ তথ্যটা জানিয়েছেন পচেত্তিনো নিজেই, “গত কয়েক সপ্তাহ ধরে সে হোয়াইট হার্ট লেনে (টটেনহ্যামের হোমগ্রাউন্ড) আসছে না। আম তাই তাঁকে বলেছি, যেহেতু আমরা তোমার অনুপস্থিতিতে জিতছি তাই তোমার এখন আর ওমুখো না হওয়াই ভালো।
তবে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন তাঁর সহধর্মিণী টিভিতে প্রতিটা ম্যাচই দেখেন এবং বাড়ি ফেরার পর তাঁদের খেলায় কোথায়, কী ভুল ছিল সব ধরিয়ে দেন, “আমার দল নিয়ে সবসময়ই ভাবে। খেলা শেষে বাড়ি ফিরলেই শুরু হয় তাঁর একের পর এক প্রশ্ন। আমাদের খেলা নিয়ে তাঁর মতামত-পরামর্শ থাকেই। তবে সেটা সবসময় খেলার পর, কখনোই আগে নয়। ম্যাচ হারলেই শুনতে হয়, এটা কেন করলা? ওটা কেন করো নি? ওইসময় খেলোয়াড় বদলাওনি কেন?’ ইত্যাদি ইত্যাদি।”