• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এই চেলসিতে অবাক মরিনহো

    এই চেলসিতে অবাক মরিনহো    

    শিরোপা জেতানোর পরের মৌসুমেই তাঁকে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে হয়েছিল দলের বাজে পারফরম্যান্সের কারণে। চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউট থেকে হোসে মরিনহো দেখছেন চেলসির অপ্রতিরোধ্য জয়রথ। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সাথে ১০ পয়েন্ট ব্যবধান নিয়ে শীর্ষে থাকা ‘দ্য ব্লুজ’-এর এবারের প্রিমিয়ার লিগ অভিযান অবাকই করছে ক্লাবটির প্রাক্তন কোচকে। তবে চেলসির সাফল্য নয়, মরিনহোর বিস্ময়ের কারণ তাঁদের খেলার ধরণটা।

     

    চাকরি হারানোর পর স্টামফোর্ড ব্রিজে মরিনহোর প্রথম সফরটা সুখকর ছিল না। গত অক্টোবরে প্রিমিয়ার লিগের ওই ম্যাচে ৪-০ গোলের লজ্জা নিয়ে ফিরে এসেছিল ইউনাইটেড। আগামী সোমবার এফএ কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে আবার লন্ডন যাচ্ছেন মরিনহো। সে যাত্রার প্রাক্কালে বলছেন চেলসিতে তাঁর উত্তরসূরি অ্যান্তোনিও কন্তের ট্যাকটিকসে বিস্মিত হওয়ার কথা, “সাফল্য নয়, আমাকে অবাক করছে তাঁদের খেলার ধরণটা। আমি অবাক হচ্ছি কারণ আমার ধারণা ছিল ওঁরা একটু অন্যরকম ফুটবল খেলতে চায়। আমি মনে করি রক্ষণাত্মক কৌশলে তাঁরা বেশ ভালো এবং কাউন্টার এটাকে গোল বের করে নেয়ার জন্য তাঁদের দারুণ সব খেলোয়াড় আছে। তাঁদের তিন-চারজোন খেলোয়াড়ই যথেষ্ট প্রতিপক্ষকে শেষ করে দেয়ার জন্য।”

     

    স্টামফোর্ড ব্রিজ থেকে শেষবার লজ্জা নিয়েই ফিরেছিলেন। এবার কি তবে শোধ নেয়ার ইচ্ছে কাজ করছে না? মরিনহো অবশ্য তেমন কিছু স্বীকার করছেন না, “চেলসির বিপক্ষে খেলাটা অবশ্যই আলাদা কিছু, তবে সেটা ইতিবাচকভাবেই। আমি কোনো প্রতিশোধ নেয়ার কথা ভাবছি না। আমি ভুল বা বাজে কোনো চিন্তাই করছি না।”