পাকিস্তানের দ্বিতীয় জয়
জমে উঠেছে বিশ্বকাপ, বিশেষ করে 'পুল বি'-র লড়াই। আগুনে ঘি ঢালার কাজটা প্রথম করেছিল আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। পরপর দু'ম্যাচে পাকিস্তান হেরে যাবার পর মনে হচ্ছিল গ্রুপ পর্ব বোধ হয় পার হতে পারবে না মিসবাহ উল হকের দল। কিন্তু পরপর দু'ম্যাচ জিতে আবার ট্র্যাকে ফিরল পাকিস্তান, নেপিয়ারে আজ ১২৯ রানের বড় ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে তারা।
টুর্নামেন্টে আজই প্রথম সুস্থির মনে হয়েছে পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে। টপ অর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ(৯৩) ও হারিস সোহেল(৭০) মিলে সুদৃঢ় একটা ভিত্তির উপর দাড় করিয়েছেন ইনিংসটাকে। অল্প সময়ের ব্যবধানে দুজনেই ফিরে যাবার পর 'পাওয়ার হিটিং'-এর দায়িত্ব নেন সোহাইব মাকসুদ(৩১ বলে ৪৫) ও অধিনায়ক মিসবাহ উল হক(৪৯ বলে ৬৫)। শেষদিকে আফ্রিদির ছোট্ট ঝড়ো ইনিংসটাও(৭ বলে ২১) এগুলোর সঙ্গে যুক্ত হলে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। পেসার মানজুলা গুরুগে ৫৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
জবাবে একবারের জন্যেও জয়ের তাড়না লক্ষ্য করা যায়নি আমিরাতের মধ্যে, খুররম খান(৪৩) ও শাইমান আনোয়ারের(৬২) চেষ্টায় কোনমতে দু'শো পেরোতে পারে তারা। তবে চার ম্যাচ হেরে আসর থেকে ছিটকে গেলেও একদিক দিয়ে কিন্তু গর্বিত হবার মত এক কাণ্ড ঘটে গেছে তাদের জন্য। টুর্নামেন্ট শুরুর ১৮ দিন পর এসে দেখা যাচ্ছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম নামটা তাদেরই একজনের, তিনি শাইমান আনোয়ার। তাঁর মোট রান এখন ২৭০, সমান চার ম্যাচ খেলে ২৬৮ রান করে কুমার সাঙ্গাকারা আছেন দ্বিতীয় স্থানে। ছবি-সৌজন্যঃগেটিইমেজেস