রেকর্ড ব্যবধানে অস্ট্রেলিয়ার জয়
সংক্ষিপ্ত স্কোরঃ অস্ট্রেলিয়া ৪১৭/৬, ৫০ ওভার (ডেভিড ওয়ার্নার ১৭৮, স্টিভেন স্মিথ ৯৫, গ্লেন ম্যাক্সওয়েল ৮৮; শাপুর জাদরান ২/৮৯); আফগানিস্তান ১৪২/১০, ৩৭.৩ ওভার (নওরোজ মঙ্গল ৩৩; মিচেল জনসন ৪/২২)
ফলঃ অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচঃ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুরু হওয়া বিশ্বকাপে অসিদের জয়যাত্রা থমকে গিয়েছিল বাংলাদেশের সাথে দ্বিতীয় ম্যাচেই, হতচ্ছাড়া বৃষ্টির হানায় পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের জন্য পোয়াবারো হলেও মাইকে ক্লার্কদের কাছে সেটা ‘পাওনা’ একটা পয়েন্ট খোয়ানো। অতঃপর নিউজিল্যান্ডের বিপক্ষে লো স্কোরিং ম্যাচটিতে হেরে পয়েন্ট টেবিলের চার নম্বরে চলে যাওয়া! লম্বা সময় ধরে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া দলের সাথে যে চিত্রটা ঠিক যাচ্ছিল না। শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে একাধিক রেকর্ড গড়ে ২৭৫ রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ল স্বাগতিকরা।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ইনিংসের তৃতীয় ওভারেই দৌলত জাদরানের দুর্দান্ত আউটসুইঙ্গারে স্লিপে ক্যাচ তুলে ফিরে যান অ্যারন ফিঞ্চ। তবে শুরুর এই চমকটা শেষ পর্যন্ত চমকেই সীমাবদ্ধ রাখেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্চম সর্বোচ্চ ২৬০ রানের পার্টনারশিপে দলকে পৌঁছে দেন ২৭৪ রানে, ৩৭.৩ ওভারে। ১৩৩ বলে ১৭৮ রানের ব্যক্তিগত সংগ্রহে ওয়ার্নার খেলেন ১৯টি চার ও ৫টি ছয়ের মার।
৯৮ বল মোকাবেলায় ৮ চার, ১ ছয়ে স্মিথ করেন ৯৫। এ জুটির পর গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৩৯ বল থেকে যোগ করেন ৮৮ রান; ৬ চার, ৭ ছয়ে। ফলশ্রুতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে চূড়ান্ত সংগ্রহ দাঁড়ায় ৪১৭ রানে, এ পর্যন্ত বিশ্বকাপের মাঠে সর্বোচ্চ স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট পতনে আফগানিস্তানের রানের চাকা থেমে যায় মাত্র ১৪২ রানে। দলীয় সর্বোচ্চ ৩৩ রান করা নওরোজ মঙ্গল মাঝে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তবে স্লিপ থেকে শূন্যে ভেসে তাঁকে তালুবন্দী করেন অ্যারন ফিঞ্চ। উল্লেখ করা প্রয়োজন, স্লিপ থেকেই ফিঞ্চকে হাতের মুঠোয় পুরেছিলেন এই নওরোজ মঙ্গলই!
বাকিদের মধ্যে নাজিবুল্লাহ জাদরান (২৪) বাদে ব্যক্তিগত সংগ্রহে কুড়ির কোঠা পেরোতে পারেন নি আর কেউই। ৭.৩ ওভারে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে আফগান ব্যাটিং ধ্বসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন মিচেল জনসন। সে সাথে বিশ্বকাপের মাঠে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের সাক্ষী হয়ে গেলো পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড।