• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    যে ম্যাচে কেউই জিততে চায়নি

    যে ম্যাচে কেউই জিততে চায়নি    

    ড্র হয়েছে ম্যানচেস্টার সিটি-লিভারপুলের ম্যাচ। ইতিহাদ স্টেডিয়ামে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সার্জিও আগুয়েরোর গোলে সমতায় ফেরে ম্যানসিটি। বাকি সময় দুই দলই আরও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করায় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে গার্দিওলা, ক্লপকে। 

    ১-১ এ ড্র হলেও ম্যাচটা জিতে নিত পারত যে কোনো দলই। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও উত্তাপ ছড়িয়েছে ঠিকই। তবে দুই গোলকিপারের মধ্যে ক্যাবিয়ারোকেই বেশি ব্যস্ত থাকতে হয়েছে। ফিরমিনো, লালানাদের শট ঠেকাতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি আর্জেন্টাইন গোলরক্ষককে। অন্যদিকে আক্রমণে সিটির ধার বেশি থাকলেও ভালো ফিনিশের অভাবে তেমনভাবে লিভারপুলের ডিফেন্সকে ভোগাতে পারেনি গার্দিওলার দল। প্রথমার্ধে বলার মতো ঘটনা ছিল দুই দলেরই পেনাল্টি আবেদন! সিটি-লিভারপুল দুই দলেরই এক জোড়া করে পেনাল্টি আবেদনে অবশ্য সাড়া দেননি রেফারি।
       
    তবে ম্যাচের প্রথম গোলটা আসে পেনাল্টি থেকেই। ৫১ মিনিটে সিটি ডিফেন্ডার গায়েল ক্লিশি লিভারপুলের রবার্তো ফিরমিনোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে আগের ছয়বারের মতো এবারও গোল করেন জেমস মিলনার; ম্যাচে এগিয়ে যায় ক্লপের দল।


    প্রথমার্ধে লিভারপুলের অর্ধে একবারও বলে পা না ছুঁতে পারা আগুয়েরো দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে আসেন। তবে শেষ পর্যন্ত অবশ্য হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। সহজ কিছু সুযোগ নষ্ট না করলে জয়টাই ছিনিয়ে আনতে পারতেন তিনি। তাই দিনশেষে ৬৯ মিনিটে ডি ব্রুইনার ক্রসে করা গোলটি নিয়েই খুশি থাকতে হচ্ছে ম্যানসিটি স্ট্রাইকারকে। 



    আগুয়েরোকে গোল করতে সাহায্য করা ডি ব্রুইনাও পারতেন সিটিকে ম্যাচে এগিয়ে দিতে। কিন্তু বারপোস্টে বাধা হয়ে দাঁড়ায় এই বেলজিয়ানের জন্যে। তবে ম্যাচের সেরা সুযোগটা এসেছিল লিভারপুলের কাছেই। অ্যাডাম লালানা সিটি গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন সে দফায়। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

    প্রিমিয়ার লিগে রাতে অন্য খেলায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মিডলসবরোকে ৩-১ গোলে হারানোর ম্যাচে রেকর্ডও গড়েছে রেড ডেভিলরা। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৬০০ তম ম্যাচ জিতেছে তারা। সাথে পয়েন্ট টেবিলেও হয়েছে উন্নতি। আর্সেনালকে টপকে এখন ৫ নম্বরে মরিনহোর দল। অন্যদিকে আগের মতোই শীর্ষস্থানে আছে চেলসি। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়স্থানে আছে টটেনহ্যাম। আর পয়েন্ট ভাগাভাগি করায় ম্যানচেস্টার সিটি আর লিভারপুল আছে তাঁদের আগের স্থানেই।