• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    অনুমান দুঃসাধ্য এক ম্যাচ

    অনুমান দুঃসাধ্য এক ম্যাচ    

    এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ, এমনকি পাকিস্তানের চেয়েও বেশি। আয়ারল্যান্ডের সাথে হেরে যাবার পর আত্মবিশ্বাসের মাত্রাটা যখন একেবারে তলানিতে, প্রবল পরাক্রমের সঙ্গে হারিয়ে বসে পাকিস্তানের মত দলকে। আবার যখনই ধারণা করা হয় খুব ভালো করবে তারা, সবথেকে খারাপ পারফরমেন্সটা আসে সেদিনই। পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে তাদের কালকের ম্যাচটার গতিপথ সম্পর্কে তাই আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়াটা বোধ হয় একেবারেই নিরাপদ নয়।

     

     

    এমনিতে সাধারন দৃষ্টিতে দেখা যাচ্ছে, ক্যারিবিয়ানদের চেয়ে অনেক সুস্থির অবস্থায় আছে ধোনির দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে কিপটে বোলিং করেছেন আসর শুরুর আগেও ব্যাপকভাবে সমালোচিত তাদের বোলাররা। গত তিন মাস ধরে হারিয়ে খোঁজা ব্যাটিংয়ের ছন্দটা ফিরে পাওয়া গেছে আসর শুরুর পরপরই। তিন ম্যাচে তিন জয় তুলে নিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে। অস্ট্রেলিয়ায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটায় জিতেই তাই নিউজিল্যান্ডের বিমান ধরতে চাইবে 'টিম ইন্ডিয়া'।

     

    ক্যারিবিয়ানদের এবারের পারফরমেন্সে চড়াই-উতরাইয়ের মাত্রাটা বেশি হওয়ায় তাদের সম্ভাবনার কথা আগে থেকে অনুমান করা একপ্রকার অসম্ভব। জিম্বাবুয়ের সাথে আগের ম্যাচটাতেই করে ফেলল চারশোর কাছাকাছি স্কোর, পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে একেবারে ভরাডুবি। তবে একটা কথা নিশ্চিত করেই বলা যায়, ক্রিস গেইল নামক ভদ্রলোক যদি ছন্দ খুঁজে পান, আসরের প্রথম পরাজয় দেখতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ছবি-সৌজন্যঃএএফপি