• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    পাকিস্তানের 'প্রোটিয়া' পরীক্ষা

    পাকিস্তানের 'প্রোটিয়া' পরীক্ষা    

    প্রথম ম্যাচেই ভারতের কাছে বড় ব্যবধানের পরাজয়, পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছেও হারের পর চলতি বিশ্বকাপে পাকিস্তানের সামর্থ্যের সীমানা গ্রুপ পর্বের গণ্ডিতেই বাঁধতে বসেছিলেন অনেকে। গুঞ্জন উঠতে শুরু করেছিল ড্রেসিং রুমের অস্থিরতা নিয়েও, মাঠে খেলোয়াড়দের শরীরী ভাষায়ও সেটার কিছু প্রভাব বোঝা যাচ্ছিল বৈকি! এরই মধ্যে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে টিম ম্যানেজার মঈন খানের দেশে ফেরা...সব মিলিয়ে পাকিস্তান দল যে মোটেও স্বস্তিতে ছিল না সেটা বলাই বাহুল্য। জিম্বাবুয়ের বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর দুর্বল আরব আমিরাতকে হেসেখেলে উড়িয়ে কি সে অস্বস্তি কাটানো গেছে? জবাব মিলবে কাল অকল্যান্ডের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি হাতে রেখেই শেষ আটে জায়গ নিশ্চিত করতে চাইবেন মিসবাহরা।

     

     

    যে ভারতের কাছে হেরে পাকিস্তানের বিশ্বকাপ শুরু, সেই ভারতে হোঁচট অবশ্য আগামীকালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকেও খেতে হয়েছে। তবে ১৩০ রানের সে লজ্জা বাদ দিলে এ পর্যন্ত খেলা বাকি তিন ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে প্রোটিয়ারা, শেষ দুটোয় (ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে) তো চার শতাধিক রানের বিশাল সংগ্রহ গড়ে। ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলা দক্ষিণ আফ্রিকার জন্য কালকের ম্যাচটা তাই কেবল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখার উপলক্ষই।

     

     

    ফিরে দেখা…

     

     

    এ পর্যন্ত মুখোমুখি ৭১টি একদিনের আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার জয় ৪৭টিতে, পাকিস্তানের ২৩টিতে; একটি ম্যাচ অমীমাংসিত থাকে। বিশ্বকাপের মাঠে এ যাবত তিনবারের দ্বৈরথের সবকটি জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য ১৯৯৯ বিশ্বকাপের পর এ দু’ দল এ টুর্নামেন্টটিতে এবারই প্রথম মুখোমুখি হতে চলেছে।

     

     

    দুই শিবিরে এক ঝলক

     

     

    দক্ষিণ আফ্রিকা

     

     

    চোট কাটিয়ে ফিটনেসের পরীক্ষায় উৎরে গেছেন জেপি ডুমিনি ও ভারনন ফিল্যান্ডার। ডুমিনির জন্য জায়গা ছাড়তে হতে পারে ফারহান বেহার্ডিনকে। তবে গত ম্যাচে ৮ ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে ৪ উইকেট নেয়া কাইল অ্যাবটকে বসিয়ে ফিল্যান্ডারকে দলে ফেরানো হবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

     

     

    দারুণ ছন্দে থাকা প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ডি ভিলিয়ারস, হাশিম আমলা, ডেভিড মিলাররা নিয়মিত রান পাচ্ছেন। গত দু’ ম্যাচে সুযোগ পেয়ে রাইলি রুশোও খেলেছেন ৬১ রানের দুটো ঝড়ো ইনিংস। লম্বা সময় ধরে রান পাচ্ছেন না কেবল উইকেট রক্ষক কুইন্টন ডি কক, দারুণ কাটানো গত বছরটার জন্য হয়তো আরও কিছু ম্যাচ তিনি সুযোগ পাবেন।

     

     

    পাকিস্তান

     

     

    উমর গুল, জুনাইদ খান বিহীন পাকিস্তানের পেস আক্রমণে কতোটা ধার থাকবে সে নিয়ে সন্দেহে ছিলেন অনেকেই। কিন্তু মোহাম্মদ ইরফানের নেতৃত্বে ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলীরা জানিয়ে দিচ্ছেন এই একটা জায়গায় পাকিস্তান হয়তো দুর্বল হবে না কখনই।

     

     

    শুরু থেকেই মাথাব্যাথার কারণ হয়ে আছে অধারাবাহিক ব্যটিং অর্ডার। অধিনায়ক মিসবাহ বাদে খুব নিয়মত রান পাচ্ছেন না প্রায় কেউই। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে টপ আর মিডল অর্ডারের ব্যাটিং পারফরম্যান্সে চলতি বিশ্বকাপের দলগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান একেবারে তলানিতে।  তবে প্রথম সারির ব্যাটসম্যানদের আরও আক্রমণাত্মক হওয়ার কোন প্রয়োজন অন্তত পাকিস্তানের অধিনায়ক অনুভব করছেন না। তাঁর বিশ্বাস আমিরাতের বিপক্ষে তাঁরা যেভাবে শুরুটা করেছেন সেটা ধরে রাখতে পারলেই যে কোন প্রতিপক্ষের বিপক্ষে বড় সংগ্রহ সম্ভব।

     

     

    উইকেটে এক নজর

     

     

    অকল্যান্ডের ইডেন পার্কে চলতি বিশ্বকাপের কেবল একটি খেলাই এখন পর্যন্ত হয়েছে। লো স্কোরিং সে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এ মাঠে রান তাড়া করে জেতার রেকর্ডটা বরাবরই ভারি। ছোট সীমানা আর দ্রুতগতির আউটফিল্ড সত্ত্বেও ইডেন পার্কে রানের অংক খুব বড় হয় না প্রায় কখনই। এসবের সাথে আবহাওয়ার পূর্বাভাসে আচমকা বৃষ্টির সম্ভাবনা মাথায় রাখলে টস জেতা অধিনায়ক প্রথমে ফিল্ডিংই করতে চাইবেন।

     

     

    উদ্ধৃতি

     

     

    “আমি নিশ্চিত পাকিস্তান ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে। বাকি দু’ ম্যাচেই তাঁদের জেতা জরুরী।  আমরাও আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। ম্যাচটা আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না।” -ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকা।

     

    “আমাদের সবসময়ই একটা লক্ষ্যমাত্রা থাকে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা পূরণের চেষ্টা করি। গত ম্যাচে আমরা যেভাবে শুরু করেছি সেভাবে শক্তিশালী দলগুলোর বিপক্ষেও করতে পারলে তিনশ রান তোলা সম্ভব।” -মিসবাহ-উল-হক, পাকিস্তান।