সুয়ারেজবিহীন উরুগুয়েকেও সমীহ টিটের
টানা ছয় জয়ে রীতিমতো উড়ছে সেলেসাওরা। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার ওপরেই আছে ব্রাজিল। তবে পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ যখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ে, ব্রাজিল কোচ টিটে স্বীকার করছেন টানা সপ্তম জয় তুলে নেয়ার কাজটা খুব সহজ হবে না। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় খেলাটি শুরু হবে।
গত বছরের জুনে টিটে কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ৬টি ম্যাচ খেলে সবক’টিতেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। ১২ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে ১০ দলের বাছাইপর্বে নেইমাররা আছেন ১ নম্বরে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট কম নিয়ে উরুগুয়ের অবস্থান দ্বিতীয়তে।
নিজেদের মাটিতে টানা ৬ ম্যাচ জিতেছে উরুগুয়েও। কাল ব্রাজিলের বিপক্ষে জিতলে তাঁরা ছুঁয়ে ফেলবে ঘরের মাঠে টানা ৭ ম্যাচ জয়ের ৫০ বছরের পুরনো রেকর্ড। ব্রাজিলের আপাতদৃষ্টে অপ্রতিরোধ্য জয়রথ থামিয়ে দেয়ার সামর্থ্যটা যে উরুগুয়ের ভালোমতোই আছে সেটা মানছেন টিটে, “উরুগুয়ের দলটায় সত্যিকার অর্থেই দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড় আছে, খেলাটা যারা আসলেই খুব ভালো বোঝে। ওঁদের সাথে পাল্লা দিয়েই খেলতে হবে আমাদের। কখনও রক্ষণাত্মক হতে হবে, কখনও যথেষ্টই বেগ পেতে হবে।”
মূল পর্বের দোরগোড়ায় দাঁড়িয়েও পা মাটিতে রাখতে চান ব্রাজিলের কোচ, “এতো কাছাকাছি চলে আসায় আমাদের উদ্বেগ আরও বাড়ছে। আমাদের দলটা এখনও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, আমি নিজেও সবকিছু এখনও গোছাচ্ছি। তবে বৃহস্পতিবার এই পর্বের সেরা দুটো দলই মুখোমুখি হবে।”
কার্ডের ঝামেলায় কাল উরুগুয়ের হয়ে মাঠে নামা হচ্ছে না লুইস সুয়ারেজের। বার্সেলোনায় দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকারের অনুপস্থিতিতে স্বাগতিকদের শক্তি খুব একটা খর্ব হবে- এমনটা মনে করছেন না টিটে, “সুয়ারেজের সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে ওঁদের দলটা এমনিতেই অনেক শক্তিশালী। সুয়ারেজের অনুপস্থিতি প্রভাব ফেলবে অবশ্যই, তবে সেটা পুষিয়ে দেয়ার মতো খেলোয়াড় ওঁদের আছে।”