সবকিছুই আইরিশদের হাতে !!!
আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ম্যাচ? এর আর এমন কি গুরুত্ব আছে? এমন ধারণা সঙ্গী করে বসে থাকলে বড় ভুলই করবেন। কোয়ার্টার ফাইনালের সমীকরণে যথেষ্ট ভূমিকা পালন করবে কালকের ম্যাচটা। বিশেষ করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ তো কায়মনেই প্রার্থনা করবে জিম্বাবুয়ের জন্য। আয়ারল্যান্ড জিতে গেলে যে সমূহ বিপদ তাদের সামনে। হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে খেলাটি, এ ম্যাচ দিয়েই এবারের আসরে অভিষেক ঘটতে যাচ্ছে ভেন্যুটির।
ইতিমধ্যে খেলা চার ম্যাচের তিনটিতে হেরে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা একপ্রকার শেষই হয়ে গেছে জিম্বাবুয়ের। শেষ ম্যাচ দুটোতে জেতা ছাড়াও অনেকগুলো ‘যদি’ ও ‘কেবল যদি’-র হিসাব মিলতে হবে তাদের। এরমধ্যে আবার আগের ম্যাচে কোয়াড্রিসেপ ছিঁড়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক এলটন চিগুম্বুরা। তাঁর বদলে কাল ব্রেন্ডন টেলর নেতৃত্ব দেবেন দলকে। চিগুম্বুরার বদলি হিসেবে রেজিস চাকাভা অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের পথে ভালোভাবেই রয়েছে আয়ারল্যান্ড, বিশেষ করে প্রথম ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোতে বেড়ে গেছে গ্রুপ বৈতরণী পেরুনোর সম্ভাবনা। দক্ষিণ আফ্রিকার সাথে শেষ ম্যাচটাতে ২০১ রানের হার নেট রান রেটের দফারফা করে দেবার পরও তাই বড় গলায় ‘সবকিছু আমাদের হাতেই আছে’- এরকম কথা বলতে পারছেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কালকের একাদশ নিয়ে কিছু বলতে অবশ্য রাজি হননি, তবে স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ই ফিট আছেন বলে তিনি জানিয়েছেন। ছবি-সৌজন্যঃএএফপি