• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    সম্ভাবনা আছে চার দলেরই

    সম্ভাবনা আছে চার দলেরই    

    জমে উঠেছে বিশ্বকাপ। আইসিসির দশ দলের বিশ্বকাপের ধারণায় সপাটে চড় মেরে বিশ্বকাপটা জমিয়ে তুলেছে তথাকথিত 'ছোটরাই'। গ্রুপ 'এ' তে সমীকরণ কিছুটা সহজ, নিউজিল্যান্ড সেখানে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা নিশ্চিত করে ফেলেছে। শেষ আটে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াও। বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচটাই ঠিক করে দিতে পারে আরেকটি দল কে হবে। কিন্তু গ্রুপ 'বি' তে হিসেবনিকেশটা এতো সহজ নয়, ভারত ছাড়া আর কারোরই শেষ আটে খেলাটা এখনও নিশ্চিত নয়।

     

     

     

    এর মধ্যেই চারটি ম্যাচ জিতে ভারত কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে হেরে গিয়ে অঘটন না ঘটালে সবার ওপরে থেকেই পা রাখবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা আজ পাকিস্তানের কাছে হেরে গিয়ে অনেক হিসেবনিকেশ ওলটপালট করে দিয়েছে। কাগজে কলমে দক্ষিণ আফ্রিকার এখনও বাদ পড়ার সম্ভাবনা আছে, তবে সেজন্য আরব আমিরাতের সঙ্গে শেষ ম্যাচে তাদের হেরে যেতে হবে।

     

     

     

    এই মুহূর্তে পাঁচ ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছয়, পাকিস্তানেরও পাঁচ ম্যাচে একই পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচটা জিতবে ধরে নিলে তাদের পয়েন্ট হবে আট। রানরেটেও প্রোটিয়ারা অনেকটাই এগিয়ে, আমিরাতের সঙ্গে সেটা আরও বেড়ে যাবারই কথা। পাকিস্তান আয়ারল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে পেছনে ফেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। প্রোটিয়াদের তাই দ্বিতীয় হওয়ার সম্ভাবনাই বেশি।

     

    পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের পরিস্থিতিটা বেশ ঘোলাটে। এর মধ্যে আয়ারল্যান্ড আছে কিছুটা সুবিধাজনক অবস্থানে, চার ম্যাচে তাদের পয়েন্ট ছয়। পরের ম্যাচে ভারতকে হারালে তো কথাই নেই, পাকিস্তানকে হারালেও পৌছে যাবে শেষ আটে। তবে দুই ম্যাচেই হেরে গেলেও সুযোগ থাকবে, তবে সেক্ষেত্রে কামনা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন আমিরাতের কাছে হেরে যায়, বা জিতলেও খুব বেশি ব্যবধানে না জেতে।

     

     

    ওয়েস্ট ইন্ডিজ আছে সবচেয়ে নাজুক অবস্থায়। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট চার, শেষ ম্যাচে আমিরাতের সঙ্গে জয় পাবে ধরে নিলে পয়েন্ট হবে ছয়। সেক্ষেত্রেও ক্যারিবিয়রা পরের পর্বে যাবে কিনা সেটা নির্ভর করছে অন্য দলগুলোর ওপর। আয়ারল্যান্ড ভারতের সঙ্গে জিতলে ও পাকিস্তানের কাছে হারলে শেষ হয়ে যাবে তাদের সম্ভাবনা। আর আয়ারল্যান্ড ভারতের সঙ্গে হারলে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের পরাজিত দলের সাথে রানরেটের হিসেবে নামতে হবে গেইল-স্যামিদের।

     

     

    পাকিস্তানের একটাই ম্যাচ বাকি, সেটি আয়ারল্যান্ডের সঙ্গে। ওই ম্যাচে জিতলে নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালে, হেরে গেলে ওয়েস্ট ইন্ডিজকে টক্কর দিতে হবে রানরেটে।