• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    মেসির শাস্তি কমবে, আশাবাদী আর্জেন্টাইন ফেডারেশন

    মেসির শাস্তি কমবে, আশাবাদী আর্জেন্টাইন ফেডারেশন    

    সহকারী রেফারিকে অভব্য ভাষায় গালি দেওয়ার জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। যার মানে, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে কার্যত আর খেলা হচ্ছে না। তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে, মেসির শাস্তির বিরুদ্ধে তারা আবেদন করবে। তারা আশাবাদী, মেসির নিষেধাজ্ঞা চার ম্যাচ থেকে কমে আসবে। 


    বলিভিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে মেসির এই নিষেধাজ্ঞার ঘোষণা এসেছে বিনা মেঘে বজ্রপাতের মতোই। তবে আর্জেন্টাইন ফেডারেশনের সচিব হোর্হে মিয়াদস্কুই জানিয়েছেন, এই সিদ্ধান্তে তারা ভীষণ অবাক। তবে আর্জেন্টাইন ফেডারেশন আশাবাদি, মেসির শাস্তি কমে আসবে, 'বলিভিয়ার সাথে ম্যাচের কয়েক ঘন্টা আগে যেভাবে ব্যাপারটা হয়েছে তাতে আমরা খুবই দুঃখিত, আমরা আবেদন করব। শাস্তি কমানোর মতো যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।'


    এদিকে মেসির পাশে আছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসও। টুইট করে বলেছেন, 'মেসির সঙ্গে যে ব্যাপারটি হয়েছে তার সঙ্গে আমি একদমই একমত নই। আমার মনে হয়েছে, মেসির সঙ্গে এখানে অন্যায় করা হয়েছে। আশা করি, এই সিদ্ধান্তটা আবার বিবেচনা করা হবে।'