• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল ব্রাজিল

    বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল ব্রাজিল    

    শেষ বাঁশি বাজার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়লেন তিতে। তাঁর ঘিরে ছোটখাটো একটা ‘জটলাও’ তৈরি করলো ডাগআউটে বসা বদলি ফুটবলাররা। কেনই বা করবেন না? ঘরের মাঠে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে সেলেকাওদের বিশ্বকাপ যাত্রাও তখন প্রায় নিশ্চিত হয়ে গেছে! পরে পেরুর কাছে উরুগুয়ে হেরে যাওয়ায় গাণিতিক সমীকরণের মারপ্যাঁচও চলে যায়। স্বাগতিক রাশিয়ার পর প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই নিয়ে ২১ বারের মতো বিশ্বকাপে অংশ নেবে ব্রাজিল।

     

    পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অনেকদিন হলো। ব্রাজিল তাই ফুরফুরে মেজাজেই খেলতে নেমেছিল আজ। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ের ডিফেন্সকে এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেয়নি নেইমার, কৌতিনহোরা। মুহুর্মুহু আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। ৩৪ মিনিটে কৌতিনহোর দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় ব্রাজিল। পলিনহোর পাসে বল জালে জড়িয়েছেন এই লিভারপুল মিডফিল্ডার।

     

     

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করতে পারত ব্রাজিল। তবে ৫৩ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি নেইমার। তাঁর দুর্বল শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার ডমিঙ্গো। তবে নেইমারকে বেশিক্ষণ গোলবঞ্চিত করতে পারেনি প্যারাগুয়ে। ৬৪ মিনিটে মাঝমাঠ থেকে দৌড়ে এসে ম্যাচে নিজের প্রথম গোল করেন বার্সা ফরোয়ার্ড। ৭২ মিনিটে দ্বিতীয়বার বল জালে জড়িয়ে উদযাপনও শুরু করে দিয়েছিলেন নেইমার, তবে অফসাইডের বাঁশি বাজালে গোলটা বাতিল হয়।

     

    ম্যাচের ৮৬ মিনিটে প্যারাগুয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন মার্সেলো। গোলটা এসেছে পলিনহোর পাসেই। এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবার ওপরেই আছে ব্রাজিল।