• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বরখাস্ত হচ্ছেন বাউজা?

    বরখাস্ত হচ্ছেন বাউজা?    

    জল্পনাটা চলছে বেশ ক’দিন ধরেই, আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায় নি। তবে আর্জেন্টিনার কোচ এডগার্ডো বাউজাকে বরখাস্ত করার ব্যাপারে দেশটির ফুটবল ফেডারেশন নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইএসপিএন।

     

    শুক্রবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)-এর নতুন প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সাথে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে সব সদস্য বাউজাকে অব্যাহতি দেয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেবেন বলে আশা করা হচ্ছিল। তবে ওই বৈঠকে বাউজার ব্যাপারে কোনো আলোচনা হয় নি বলেই জানাচ্ছেন কমিটির একজন সদস্য নিকোলাস রুশো, “আজকের সভায় বাউজাকে নিয়ে কথা হয় নি, তবে খুব শীঘ্রই সেটা হবে।”

    গত কোপা আমেরিকার ফাইনালে হারের পর  টাটা মার্টিনো মেসিদের কোচের পদ থেকে সরে দাঁড়ালে গত আগস্টে দায়িত্ব নেন বাউজা। তাঁর সাথে আর্জেন্টাইন ফেডারেশনের চুক্তি ২০১৮ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকলেও বাছাইপর্বে উপর্যুপরি ব্যর্থতায় তাঁর চাকরি নিয়ে টানাপড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। গত আসরের রানার আপদের বিশ্বকাপ খেলাই এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। বাউজার অধীনে বাছাইপর্বের ৮টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা।

     

    এদিকে বাউজার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবার ওপরে আছে আরেক আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলির নাম। চিলি জাতীয় দলের সাবেক এই কোচ বর্তমানে লা লিগার ক্লাব সেভিয়ার ডাগ আউটে দায়িত্ব পালন করছেন। লিগ টেবিলে সেভিয়ার অবস্থান বর্তমানে ৩ নম্বরে। সাম্পাওলি নিজেও মেসিদের কোচের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।