সাংবাদিকের মুখের ওপর "হাস্যকর" বললেন মরিনহো
পুরো ম্যাচে একের পর আক্রমণ করে গেছে দল, কিন্তু প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমের প্রতিরোধ ভাঙতে পারেনি। ম্যাচ শেষে যখন বিবিসির সাংবাদিক জানতে চাইলেন, দুই দল একই সমতায় আছে কি না, ধৈর্যের বাঁধ ভেঙে গেল ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর। সরাসরিই ওই প্রতিবেদককে বললেন, তাঁর প্রশ্নটা হাস্যকর ছাড়া আর কিছু নয়।
ওয়েস্ট ব্রমের গোলে কাল ১৮টি শট নিয়েছে ম্যান ইউনাইটেড, সেখানে ওয়েস্ট ব্রম নিয়েছে মাত্র তিনটি। কিন্তু ম্যাচ শেষে বিবিসি সাংবাদিক জানতে চাইলেন, দুই দল একই সমতায় ছিল না। প্রশ্নটা শুনেই মরিনহো একটু উত্তেজিত হয়ে গেলেন। ওই সাংবাদিক ব্যাখ্যা করলেন, ম্যাচ শেষে মরিনহোর ওয়েস্ট ব্রম কোচের সঙ্গে হাসিমুখ দেখে তাঁর কাছে সেটা মনে হয়েছে। তখন মরিনহো তাঁর স্বভাবসুলভ কাটা কাটা ভাষাতেই উত্তর দিলেন, ‘আপনার কী মনে হয়, ম্যাচটা সমতায় ছিল? আমি তো জিতলে, হারলে, ড্র করলেও হাসতে পারি। দুঃখিত, প্রশ্নটা খুবই হাস্যকর। একটা দল যখন নিজেদের অর্ধের বাইরেই বের হয়নি, আর অন্য দল চেষ্টা করেই গেছে, ম্যাচটা সমতায় থাকে কীভাবে? একটা দল জেতার চেষ্টাই করেনি, আর অন্য দল সেই চেষ্টা করে গেছে।’
পরে অবশ্য বিবিসির ওই সাংবাদিক জানিয়েছেন, মরিনহো তাঁর সঙ্গে ডেকে পরে আলাদাভবে কথা বলেছেন। সাময়িক উত্তেজনার ব্যাপারটা স্বীকার করে মিটমাটও করে নিয়েছেন।