• " />

     

    যে সেঞ্চুরি হার মানাল ক্যান্সারকে ...

    যে সেঞ্চুরি হার মানাল ক্যান্সারকে ...    

    এজিএস বোল উঠে দাঁড়ালো। মাইকেল কারবেরি ফিরছেন, ঠিক ঠিক ১০০ রান করে। কার্ডিফ ইউনিভার্সিটির সঙ্গে প্রাক-মৌসুমের প্রথম শ্রেণির ম্যাচ হ্যাম্পশায়ারের। সাবেক ইংলিশ ওপেনারের সেঞ্চুরির মহিমা তাঁর রানসংখ্যায় নয়, পেছনে যে লুকিয়ে আছে ক্যান্সার জয়ের গল্প!

     

    গত মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে একটা ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ। সে ম্যাচ খেলতে পারলেন না, খেলতে পারলেন না মৌসুমের বাকিটা। টিউমার ধরা পড়লো, যার ওপর ভর করে বিস্তৃত হচ্ছে ক্যান্সার!

     

    কারবেরির চিকিৎসা শুরু হয়েছিল এর পরপরই। দীর্ঘদিনের লড়াইয়ে কারবেরি জিতেই গেছেন প্রায়। ইংলিশ ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগেই গত জানুয়ারিতে হ্যাম্পশায়ার জানায়, কারবেরি ফিরছেন। বার্বাডোজে প্রাক-মৌসুম সফরেও তিনি হ্যাম্পশায়ার দলের সদস্য ছিলেন, ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিল তাঁর পারফরম্যান্স।

     

    লিডসে ৭ এপ্রিল হ্যাম্পশায়ারের প্রথম ম্যাচ ইয়র্কশায়ারের সঙ্গে। তার আগেই কারবেরির সেঞ্চুরি জানান দিল, ক্রিকেট দিয়ে জীবনের ময়দানে ফিরতে তিনি প্রস্তুত আবার।

     

    ‘পুরো সেরে উঠতে এখনও অনেক দূর যেতে হবে। তবে ক্রিকেট পরিবার থেকে যে সমর্থনের জোয়ার পেয়েছি, সেটাই আমাকে ক্রিকেটে ফিরে আসতে অনেক বেশী সাহায্য করেছে। হ্যাম্পশায়ারের হয়ে অসাধারণ এক গ্রীষ্ম কাটানোর অপেক্ষায় আছি আমি।’

     

    পুরো গ্রীষ্ম কেন, কারবেরি নিশ্চয়ই এ লড়াইয়ে সবসময়ই পাশে পাবেন তাঁর ‘ক্রিকেট-পরিবার’কে!