• বুন্দেসলিগা
  • " />

     

    মুখোশ পরে জরিমানা গুনলেন অবামেয়াং

    মুখোশ পরে জরিমানা গুনলেন অবামেয়াং    

    শালকের বিপক্ষে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দিয়েই গ্যালারির দিকে ছুটলেন, সেখান থেকে ছুঁড়ে দেয়া একটা মুখোশে মুখ ঢেকে সতীর্থদের নিয়ে মাতলেন গোল উদযাপনে। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এভাবে ব্যক্তিগত স্পন্সর নাইকির বিজ্ঞাপন হয়ে ক্লাব কর্তৃপক্ষের বিরাগভাজন হয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। সতর্ক করার পরও এমন আচরণের দায়ে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে গুণতে হচ্ছে মোটা অংকের জরিমানাও।

     

     

    চলতি বুন্দেসলিগায় ব্যক্তিগত ২৪ নম্বর গোলটি করেই মুখোশ পরে উদযাপনে শামিল হন অবামেয়াং। পরবর্তীতে জানা যায়, স্পোর্টস ব্র্যান্ড নাইকির ‘দ্য মাস্কড ফিনিশার’ নামক ক্যাম্পেইনের অংশ হিসেবে এমনটা করেন তিনি। আর আগে গত মাসের শুরুতে চুলের কাটিংয়ে নাইকির একটি পন্যের প্রচারণা করেন গ্যাবনের এই ফুটবলার।

     

    এদিকে ডর্টমুন্ডের অফিশিয়াল কিট সরবরাহকারী ও শেয়ারহোল্ডার হিসেবে আরেক স্পোর্টস ব্র্যান্ড পুমা থাকায় বিষয়টি বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছে ক্লাব কর্তৃপক্ষের জন্য। শালকের বিপক্ষে ম্যাচ শেষে তাই এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে নাইকির প্রতি সরাসরিই বিরক্তি প্রকাশ করেছেন ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স-জোয়াকিম ওয়াজকে, “একটি বড় প্রতিষ্ঠানের কাছ থেকে এমন আচরণ একেবারেই প্রত্যাশিত নয়। এভাবে আমরা নাইকির বিজ্ঞাপন করতে বাধ্য হতে পারি না, আমাদের পার্টনার পুমা।”

     

    এক বিবৃতিতে নাইকির প্রতি উষ্মা প্রকাশ করেছে পুমা কর্তৃপক্ষও, “তাঁরা একজন খেলোয়াড়কে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে দেখে আমরা আশ্চর্য হচ্ছি।”

     

    বারণ উপেক্ষা করে দ্বিতীয়বারের মতো এমন আচরণ করায় অবামেয়াংকে ৫০ হাজার ইউরো জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ।