• " />

     

    এসে গেছে মেয়েদের উসাইন বোল্ট!

    এসে গেছে মেয়েদের উসাইন বোল্ট!    

    দৌড় শুরুর একটু পরেই পিছিয়ে পড়ে গেল সবাই। এরপর বিদ্যুতগতিতে দৌড়ে যখন সমাপ্তিরেখায় পৌঁছাল, দ্বিতীয় জনও তখন অনেকটা দূরে। শেষ পর্যন্ত ব্রিয়ানে লিস্টন দৌড় শেষ করল ২৩.৭২ সেকেন্ডে। অথচ তার বয়স কত জানেন? মাত্র ১২ বছর! বলা হচ্ছে, মেয়েদের স্প্রিন্ট উসাইন বোল্টের উত্তরসূরি এবার পেয়েই গেল।

    ২০০ মিটারে নিজের বয়সভিত্তিক রেকর্ড ভেঙে দিয়েছে বেশ ভালোভাবেই। আগের রেকর্ড ২৪.২১ সেকেন্ড থেকে অনেকটা কমিয়েই লিস্টন দৌড় শেষ করেছে। আর দুই সেকেন্ড কম দৌড়ালে ১৯৮৮ অলিম্পিকে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের সেই অমর হয়ে যাওয়া বিশ্বরেকর্ডের কাছেও চলে যেত সে।

     

    জ্যামাইকার এই কিশোরী এর পর ১০০ মিটার দৌড়ও শেষ করেছে ১১.৮৬ সেকেন্ডে। বলাই বাহুল্য এখানেও বাকিরা তার অনেকটা পেছনে। ১০ বছর বয়সে লিস্টন ক্যারিবিয়ান ইউনিয়ন টিচার্স চ্যাম্পিয়নশিপে দৌড়েছিল ৪২.৪১ সেকেন্ডে। ছেলেদের বিভাগে যে প্রথম হয়েছিল, তার চেয়েও সময় লেগেছিল এক সেকেন্ড কম। বোঝাই যাচ্ছে, লিস্টন বড় কিছু হওয়ার পথে আছে।