বার্সার কাছে হেরে গ্রেপ্তার সেই কোচ
১২-০ ব্যবধানে হারের পরই হৈচৈটা শুরু হয়ে গিয়েছিল। এলদেন্স ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল পুলিশি তদন্তের। এর একদিন বাদেই গ্রেপ্তার করা হয়েছে দলটির ইতালিয়ান কোচ দি পিয়েরোকে। স্প্যানিশ তৃতীয় বিভাগ ফুটবলে বার্সেলোনা বি টিমের কাছে ওই শোচনীয় পরাজয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলা হয়েছে কোচের বিরুদ্ধে।
ম্যাচের পর গতকাল সোমবার স্থানীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাতানো ম্যাচ খেলার ব্যাপারটা ফাঁস করে দেন এলদেন্সের ডিফেন্ডার ইমানুয়েল মেন্ডি। তিনি জানান যে সহকারী কোচ ফ্র্যান রুইজ তাঁকে পাতানো খেলার প্রস্তাব দিয়েছিলেন, “তিনি আমাকে এসে জিগ্যেস করেন যে আমি এতে রাজি আছি কিনা এবং সেটার জন্য আমার কত টাকা চাই। রাজি না থাকলে আমি ওই ম্যাচ খেলতে পারব না বলেও তিনি জানান। যেহেতু হেড কোচ স্প্যানিশ ভালো বলতে পারেন না সেজন্য ফ্র্যানই এ কথা বলতে এসেছিলেন।”
একই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মেন্ডির এমন দাবীর সত্যতা স্বীকার করেছেন সহকারী কোচ ফ্র্যান রুইজও। তবে তিনি বলছেন, ওপর মহলের চাপেই তাঁকে এমনটা করতে হয়েছিল এবং ম্যাচের পরপরই তিনি পদত্যাগ করেছেন।
এরপর দলটির আরও একাধিক সদস্য পাতানো ম্যাচ খেলার প্রস্তাব পাওয়ার কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেন। এই হারে রেলিগেটেড হয়ে যাওয়া এলদেন্স ক্লাব কর্তৃপক্ষ মৌসুমের অবশিষ্ট ৬টি ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে। এছাড়া ক্লাবটি তাঁদের ইতালিয়ান পৃষ্ঠপোষকদের সাথে চুক্তিও বাতিল করে দিয়েছে।