সেদিনের এই দিনেঃ যমজদের প্রথম টেস্ট!
একজনের বিখ্যাত লাল রুমাল। একজনের বিখ্যাত উঁচু করে রাখা কলার। স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ। মিনিটখানেক আগে পরে জন্ম দুই ভাইয়ের ব্যক্তিত্বে মিল খোঁজা ভার! একজন ‘ক্যাপ্টেন কুল’, আরেকজন ‘মিস্টার স্টাইলিশ’!
শুধু জন্ম নয়, অস্ট্রেলিয়ার বিখ্যাত যমজ ভাইদের এক সুতোয় বেঁধেছিল ৫ এপ্রিল তারিখটাও। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ১৯৯১ সালের এদিনই প্রথম একসাথে টেস্ট খেলতে নেমেছিলেন দুইজন। জমজ দুজনের একসাথে খেলার ঘটনাও দুজনের একসাথে খেলার অভিজ্ঞতাটা বোধহয় একটু বেশিই ভাল ছিল, পরে তাই দুজন একসাথে খেলেছেন আরও ১০৪টি টেস্ট!
মার্ক ওয়াহর পাঁচ বছর আগেই অভিষেক হয়েছিল স্টিভ ওয়াহর। স্টিভের ফর্মটা ভাল যাচ্ছে না, শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে টানা চারবার ডাকও মেরেছেন। কিন্তু তাঁর বিকল্প হবেন কে! ব্যাটিংয়ের সঙ্গে এমন বোলিং বা ফিল্ডিং পারবেন কে! নিয়তির খেলাই বলতে পারেন, স্টিভের জায়গায় দলে সুযোগ পেলেন মার্ক!
স্টিভ ওয়াহ আবার দলে ফিরলেন। ততোদিনে জায়গা পাকা করে ফেলেছেন মার্ক ওয়াহও! পরবর্তী এক যুগ তাই অস্ট্রেলিয়া দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে রইলেন দুই যমজ। একই গর্ভ ভাগাভাগি করে ছিলেন, এবার ভাগ করলেন টিম হোটেলের একই কক্ষ!
আন্তর্জাতিক ক্রিকেটে দুজনের ৩৫ হাজার রান, ৭৩টি সেঞ্চুরি। সঙ্গে আছে ৪০০টা উইকেটও! স্টিভ ওয়াহ ছিলেন প্রায় অজেয় এক অজি দলের অধিনায়কও।
দুই ভাইয়ের ক্রিকেটীয় তুলনায় বলা যায় ইংলিশ ক্রিকেটার জিমি অরমন্ডের সঙ্গে মার্কের কথা চালাচালির ঘটনাটাও। সদ্য দলে আসা অরমন্ডকে মার্ক ব্যঙ্গ করে বললেন, তিনি টেস্ট খেলার যোগ্যই না! অরমন্ডও কম যান না। ছোট ওয়াহকে জবাব দিলেন, ‘হতে পারে। তবে আমিই অন্তত আমার পরিবারের সেরা ক্রিকেটার!’